প্রক্রিয়াটি অ্যান্টি-এজিং মার্ভেল নামে পরিচিত। শুধু ত্বকের জন্য ব্যবহৃত হলেও বোটক্স এখন জনপ্রিয় হয়ে উঠেছে চুলচর্চায়। সতেজ এবং ঝরঝরে রাখার সঙ্গে সঙ্গে স্ক্যাল্পের ঘেমে যাওয়া রোধে হেয়ার বোটক্স দারুণ কার্যকর। গবেষণায় দেখা গেছে, বটুলিনাম টক্সিন স্ক্যাল্পের বাড়তি তেল নিঃসরণকেও বাগে নিয়ে আসে। ফলে তেল, ময়লা আর দূষণ জমতে পারে না মাথার ত্বকে। এ প্রক্রিয়ায় সাধারণত মাথার ত্বকের পুরোটা জুড়ে কিংবা শুধু দরকারি অংশে সুচ ফোটানো হয়। চাইলে হেয়ার লাইনেও বোটক্স করা সম্ভব। তবে যাদের মাথায় খুশকি কিংবা অ্যালার্জির মতো সমস্যা আছে, তারা বোটক্স ব্যবহারের আগে সাবধান। শখানেক থেকে হাজার ডলার পর্যন্ত খরচ হওয়া এ ট্রিটমেন্টের ফল মাথায় টিকে থাকে তিন থেকে ছয় মাস অব্দি।
Related Projects
সামির ‘মেড ইন বাংলাদেশ’: প্যারিসে মাশিয়াতের প্রথম ক্যাটওয়াক
- November 2, 2023
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই মাশিয়াত রহমান বেশ চেনা মুখ। র্যাম্প, প্রিন্ট মিডিয়া, প্রোডাক্ট ক্যাম্পেইন, টিভিসি থেকে শুরু করে মডেলিং দুনিয়ার সব মাধ্যমেই আবারও সরব ও সক্রিয় এই লাক্স সুপারস্টার