আজকের রাশি I ১৩ অক্টোবর
মেষ
মন ভার করার কোনোই কারণ থাকবে না আজ।
বৃষ
আজ বেশ আলসে সময় কাটবে।
মিথুন
কিছু ব্যাপার নতুনভাবে শুরু করতে চাইবেন।
কর্কট
অপ্রয়োজনীয় কিছু ব্যাপার বাগড়া দিতে পারে। তা আপনাকে কোনো ঝামেলায় ফেলতে পারবে না।
সিংহ
বাধা আসবে। থামলে চলবে না কিন্তু।
কন্যা
কোনো ব্যাপার ঘোলাটে হবে, ঝকঝক করার দায়িত্ব কিন্তু আপনার ।
তুলা
ব্যথিত হতে পারেন। তবে দমবেন না।
বৃশ্চিক
আবেগটাকে বশে রাখতে হবে আজ। চটলেও চলবে না।
ধনু
উড়ো খবর আসছে। সাবধান।
মকর
বেশ মনমরা থাকবেন আজ দিনজুড়ে।
কুম্ভ
কারও কান কথায় পাত্তা দেবেন না, সাবধান।
মীন
কারও অস্বাভাবিক আচরণ বেশ অস্বস্তিতে ফেলতে পারে আপনাকে।