আজকের রাশি I ১২ অক্টোবর
মেষ
হঠকারী সিদ্ধান্তে ঝামেলায় পড়ে যেতে পারেন।
বৃষ
পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে। সুন্দর কিন্তু দিনটা।
মিথুন
দুস্থ কাউকে সহায়তা করুন। মনঃকষ্ট কেটে যাবে।
কর্কট
প্রিয়জনের সুস্থতায় উদ্বেগের অবসান ঘটবে।
সিংহ
কাছের মানুষের আচরণে অস্থির না হয়ে মানসিক দৃঢ়তা দেখান।
কন্যা
বিস্ময়জাগানিয়া কিছু ঘটবে আজ। অদ্ভুতই লাগবে।
তুলা
বহুমুখী প্রতিভার বিকাশ ঘটাতে পারেন আজ।
বৃশ্চিক
পারিবারিক সম্মান বাঁচাতে নিজে ত্যাগ স্বীকার করুন না হয়।
ধনু
সজ্জন ব্যক্তির উপদেশ আপনার ভাগ্যের পাল্লা ভারী করবে।
মকর
অতি উচ্চাভিলাষ আপনাকে বিপাকে ফেলে দিতে পারে।
কুম্ভ
আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসুন। এতে ভোগান্তি বাড়তে পারে।
মীন
প্রিয় বন্ধুর চক্রান্তে ঝামেলায় পড়তে পারেন। কৌশলে তা প্রতিরোধ করুন।