আজকের রাশি I ১১ অক্টোবর
মেষ
বিরোধী কারও চক্রান্ত বানচালে কৌশল প্রয়োগ করুন।
বৃষ
একাকিত্ব আপনাকে ঘিরে ফেলতে পারে। বেড়িয়ে আসুন।
মিথুন
খানিকটা ঝুঁকি নিয়েই এগোতে হবে আজ। তবে ঝুঁকিটা যেন কাজের হয়।
কর্কট
কারও কুটিলতা আপনাকে আজ প্রশ্নের মুখে ফেলতে পারে।
সিংহ
সৃষ্টিশীল কাজের সফলতায় আজ নিজেকেই চিনতে পারবেন না।
কন্যা
আজ যেকোনো সিদ্ধান্তই আপনার বিরুদ্ধে যেতে পারে।
তুলা
অধিক ভাবপ্রবণতা আজ বিপদে ফেলতে পারে আপনাকে।
বৃশ্চিক
সুযোগসন্ধানীরা আপনার প্রতিভার বিকাশে বাধা দিতে পারে।
ধনু
কলিগরা আপনার সরলতার সুযোগে পেছনে ফেলে দিতে চাইবে।
মকর
প্রেমপ্রণয়ে বাধাবিঘ্ন থাকবেই। তা কিন্তু উতরে যেতে হবে।
কুম্ভ
কোনো একটা কিছুর তাগিদ অনুভব করবেন আজ। ভালো কোনো কিছুর।
মীন
চলাফেরায় আজ বাড়তি সাবধানতা অবলম্বন করুন।