আজকের রাশি I ২২ ডিসেম্বর
মেষ
বহুদিনের সমস্যা সমাধানের দিকে যাবে আজ, আহা কী শান্তি।
বৃষ
প্রসঙ্গান্তরের ব্যাপারটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজ, সামলে চলুন।
মিথুন
কলহের সমাপ্তি ঘটবে আজ, আর এমনটি যেন না হয়।
কর্কট
কর্ণপাত করতে হবে আজ ভিন্ন বিষয়েও, প্রয়োজনেই।
সিংহ
পাল্লা দিয়ে ঝামেলা বাড়তে চাইবে, সামাল দিন আজই।
কন্যা
প্রচলিত সিস্টেমের বাইরে গিয়ে কাজ করতে হবে আজ, দক্ষ কাউকে সঙ্গে নিন।
তুলা
অনুমান ভুল নয় আপনার, বুঝতে পারবেন আজ।
বৃশ্চিক
অল্পসল্প দুঃখ আছে আজ, ও কিছু না।
ধনু
বজ্রগর্জনে ঘাবড়াবেন না, আজ অনেক কিছু করতে হবে স্রেফ সাহসের জোরেই।
মকর
সমস্যাটা যে মারাত্মক নয় আজই তা বুঝতে পারবেন।
কুম্ভ
উত্তেজিত হওয়া যাবে না, অনেক হ্যাপা সামলাতে হবে আজ।
মীন
অকল্পনীয় কিছু ঘটবে আজ, রোমাঞ্চে টুইটুম্বর একটা দিন।