আজকের রাশি I ২৩ ডিসেম্বর
মেষ
বদ্ধমূল কোনো ধারণায় পরিবর্তন আসবে আজ, যথেষ্ট কারণ থাকবে এর পেছনে।
বৃষ
প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকবেন দিনমান।
মিথুন
কথায় কথায় অনেক কথাই বলে পেলবেন আজ কারও আছে, ক্ষতির শংকা নেই।
কর্কট
দুঃখটাকে কুচিকুচি করে ছিঁড়ে ফেলার সুযোগ পাবেন আজ।
সিংহ
হায় হায় করে উঠবেন না, হতেই পারে এমনটা, রিস্টার্ট দিন।
কন্যা
বেসামাল হবেন না। আজ আপনাকে কেউ টলিয়ে দিতে চাইবে।
তুলা
হিমশীতল পরিবেশে উত্তাপ আসবে, স্বাভাবিক থাকার চেষ্টা করুন।
বৃশ্চিক
কেউ ল্যাঙ মারতে চাইবে। সাবধান।
ধনু
উৎকণ্ঠার কিছু নেই, এ বিপদ সামলাতে আপনার ঠান্ডা মস্তিষ্কখানাই যথেষ্ট।
মকর
মহা ধড়িবাজ কেউ ঘেঁষতে চাইবে কাছে, পাত্তা দিবেন না মোটেও।
কুম্ভ
হৈ হৈ রৈ রৈ দিন, এতো আনন্দ কোথায় রাখবেন সে চিন্তা করুন গিয়ে!
মীন
কী কারণে কী হচ্ছে, তা পরিষ্কার বুঝতে পারবেন আজ।