skip to Main Content

সম্পাদকীয়

একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর মহান ভাষা আন্দোলনের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ। শুরুতেই সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা। পৃথিবীর সকল মাতৃভাষা সুরক্ষিত থাকুক এবং যথাযোগ্য মর্যাদা পাক।
রাজধানীতে ফেব্রুয়ারিজুড়ে বইপ্রেমীদের বিচরণের জন্য বিশেষ উপলক্ষ হয়ে ওঠে অমর একুশে বইমেলা। এ মাসে রয়েছে ভালোবাসা দিবসও। আবার, প্রকৃতিতে শীতের দিনলিপি পেরিয়ে ঘটে বসন্তের আগমন। ফুলে ফুলে, নতুন পত্রপল্লবে, পাখির গানে মুখর থাকে চারপাশ। এমন রঙিন সময়ের রং মেখে সাজানো হলো এবারের ক্যানভাস।
বসন্তদিনে রঙের খেলা কতটা মাতিয়ে দিতে পারে ফ্যাশনিস্তাদের পোশাকের ক্যানভাস, তা নিয়েই কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে অবয়বে পড়ুয়া ভাব ফুটিয়ে তোলার পণ্যসমূহের খোঁজ, ঔজ্জ্বল্য ছড়ানো সিকুইন পোশাকের আলোর নিচের অন্ধকারের গল্প, দেশের বুকে জমকালো ফ্যাশন উইকের আদ্যোপান্ত প্রভৃতি।
ঝলমলে ত্বকযত্নের গোপন রহস্য, দেহযত্নে সঙ্গীকে প্রণোদিত করার তথ্য-তালাশ, চুলের ভাষায় ভালোবাসার বার্তা বহনের বিবিধ ধাপ, ব্রেকআপের সঙ্গে হেয়ারকাটের যোগসূত্র ঘিরে বিশেষ আয়োজনের পাশাপাশি নিয়মিত বিভাগগুলোতেও সেজেছে বিউটি সেগমেন্ট।
আধো শীতলতা আর আধো উষ্ণতায় ভরা মনোরম এ আবহাওয়ায় একান্ত প্রিয় মানুষ কিংবা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আউটডোর পিকনিকে মজাদার ভোজের উপযোগী পাঁচটি রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রয়েছে খাবারের সঙ্গে ভালোবাসার সংযোগ ঘিরে দুনিয়াজুড়ে চলা বিচিত্র উৎসব ও আয়োজনের নির্বাচিত এক ঝলক, প্রাচীন মিসরীয় সভ্যতার খাদ্যসংস্কৃতির ইতিহাসপাঠ, খাদ্যসংশ্লিষ্ট লোমহর্ষ পেশার ওপর ফিচার ইত্যাদি।
ভালোবাসার মানুষের সঙ্গে ঘর বাঁধা খুব স্বপ্নময় হলেও জীবন যেহেতু ফুলের বিছানা নয়, তাই সঙ্গী বাছাইয়ে বিশেষ সতর্কতা মাথা থেকে ঝেড়ে না ফেলাই শ্রেয়। এ বিষয়ে এবারের এডিটর’স কলাম। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে কর্মক্ষেত্রে সফল যুগলের একান্ত জীবনে উঁকি, সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওপর বিশেষজ্ঞ আলোকপাত, মরক্কোর নয়নাভিরাম এক সমুদ্রসৈকতে ভ্রমণের কাহিনি, কবিতা ও ছবির যোগসূত্রে ভালোবাসার নির্মল বহিঃপ্রকাশ প্রভৃতি।

সবাই ভালো থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top