সম্পাদকীয়
এলো নতুন বছর। জীবনকে নতুনভাবে সাজানোর সুবর্ণ সুযোগ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
বছরের শুরুতে ক্যানভাস সাজল বৈচিত্র্যময় আয়োজনে। আধুনিক এ যুগে সর্বস্তরের মানুষের মধ্যেই ফ্যাশন-সচেতনতা জায়গা করে নিয়েছে। ফ্যাশন শুধু আর আভিধানিক অর্থের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। পোশাক-পরিচ্ছদের মাধ্যমে ব্যক্তিত্বের নিগূঢ় বার্তা যেমন বহন করে, বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিনোদনের বিচরণক্ষেত্রেও পরিণত হয়েছে চর্চায়। তাই বিনোদনমাধ্যমের সঙ্গে ফ্যাশনের যোগসূত্র ঘিরে এবারের কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে হালের কেওটিক কাস্টমাইজেশন ট্রেন্ড, মামুলি ব্যাগের আদতে ব্যক্তিত্বের প্রতিফলন, মনোজগতে সামান্য সাজপোশাকের অসামান্য প্রভাব প্রভৃতি বিষয়ের ওপর আলোকপাত। সঙ্গে নতুন যুক্ত হলো ফ্যাশন বিশ্বের জানা-অজানা এবং প্রখ্যাত ব্র্যান্ডের লোগোর ইতিহাসবিষয়ক দুটি বিভাগ।
বিউটি সেগমেন্টে ফ্যাশন উইক থেকে বাছাই করা সাজ, বিশেষ সতর্কবার্তা ও ইনফোগ্রাফ নিয়ে যুক্ত হলো তিনটি নতুন বিভাগ। এ ছাড়া নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে সাজসামগ্রী ব্যবহারে মন তৃপ্ত করার যোগসূত্র, বাড়িতে নখের যত্নে সাবধানতার নির্দেশনা, প্রসাধনের অপচয়রোধের বিজ্ঞানসম্মত পরামর্শ প্রভৃতি।
প্রকৃতিতে চলছে শীতকাল। এ সময়ে উদরপূর্তিতে বাড়তি মাত্রা এনে দেয় মৌসুমি সবজি। এমন সব সবজিযোগে বৈচিত্র্যময় পদ তৈরির রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতেই। আরও রইল প্রাচীন গ্রিক সভ্যতার খাদ্যাভ্যাস অন্বেষণ, মুখরোচক কাবাবের প্রকারভেদ, টফুর ইতিহাস পরিক্রমা ইত্যাদি।
পরিবারকে গণ্য করা হয় আদি ও অকৃত্রিম বিদ্যাপীঠ হিসেবে। মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। পরিবারেরও প্রয়োজন পড়ে যথাযোগ্য পরিচর্যার। এ বিষয়ে এবারের এডিটর’স কলাম। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে রাশিভিত্তিক শরীরচর্চার কৌশল, তারকার একান্ত জীবনের গল্প, কিরগিজস্তানে যাযাবরদের রাজ্যে ভ্রমণের রোমাঞ্চকর কাহিনিসহ নিয়মিত সব আয়োজন।
সবার মঙ্গল হোক।