সম্পাদকীয়
ক্যালেন্ডারের পাতা বলছে, ফুরিয়ে এলো বছর। ২০২৪ সালের শেষ মাসে এসে পৌঁছেছি আমরা। সময় এলো পুরো বছরকে একটু ফিরে দেখার। নিজ নিজ প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষার। একই সময়ে বাংলার প্রকৃতিতে নেমে এসেছে শীতের চাদর। এমন আবহাওয়ায় ক্যানভাস সেজেছে সময়োপযোগী সব বিষয় ঘিরে; বিশেষত শীতকে কেন্দ্রে রেখে।
বাংলাদেশের ইতিহাসে ডিসেম্বর ভীষণ তাৎপর্যপূর্ণ মাস। ১৯৭১ সালের এ মাসের ১৬ তারিখে অর্জিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। সকল মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
এ মাসেই ক্রিসমাস ডে বা বড়দিন। ২৫ ডিসেম্বর। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সবাইকে এ দিবসের শুভেচ্ছা।
আধুনিক জীবন ভীষণ ব্যস্ততার। সবাই যেন নিরন্তর ছুটছে; এতটুকু বিরাম নেওয়ারই নেই ফুরসত। এমন বাস্তবতায় জীবনকে ভিন্নভাবে দেখার তাগিদে ধীরে ধীরে স্লো লিভিংয়ের গুরুত্ব বাড়ছে। একে ঘিরেই এবারের কভারস্টোরি। অন্যদিকে, ক্যালেন্ডারের পাতা ধরে যেমন বছর ফুরোয়, তেমনি ব্যক্তিমানুষও নানা সময়ে হাজির হয়ে যায় জীবনের এমন কানাগলিতে, দৃশ্যত যার অন্ত মেলে না। অথচ নেতিবাচকতাকে ইতিবাচকে রূপ দেওয়ার দুর্দান্ত সক্ষমতা বৃদ্ধিবৃত্তিক প্রাণী হিসেবে মানুষের সহজাত, যা অনেকে ভুলে যায়। সেই তাড়না জাগ্রত করার আহ্বান রইল এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে আফ্রিকান এক সমৃদ্ধ সাফারি পার্কে ভ্রমণের গল্প, জনপ্রিয় রকস্টারের একান্ত জীবন, বড়দিনের অন্দরমহলের সাজে নতুনত্ব আনার পরামর্শ, শরীরচর্চার বিশেষজ্ঞ দিকনির্দেশনাসহ নিয়মিত অন্যান্য বিভাগ।
ফ্যাশন সেগমেন্টে বিশেষ পোর্টফোলিওর পাশাপাশি শীতপোশাক ও অনুষঙ্গ ঘিরে নানা আয়োজনের সমাহার। যেগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায় চীনে উৎপাদিত পরিধেয় পণ্যের বিজয়রথে দৃষ্টিনিক্ষেপ, চলতি বছরের সালতামামি, হোসিয়ারি পণ্যের অভিনবত্ব অনুসন্ধান প্রভৃতি।
চিকেন স্কিন। খুব চেনা, অস্বস্তিকর ত্বক সমস্যা। অনেকে এড়িয়ে যান, অনেকে পড়েন দ্বিধায়। এমন ত্বকের সঠিক যত্নের ওপর আলোকপাত রইল বিউটি সেগমেন্টে। আরও রয়েছে পুরুষের সৌন্দর্যচর্চায় শীত ঘিরে প্রচলিত ভ্রান্ত ধারণাগুলো খণ্ডনের প্রচেষ্টা, সৌন্দর্যবিশ্বের সালতামামি, বিউটি বার্নআউট সারাইয়ের প্রেরণা ইত্যাদি।
ভোজনপ্রেমীদের কাছে শীতকাল আলাদা আবেদন নিয়ে আসে। মুখরোচক গরম-গরম খাবারের স্বাদ উপভোগের এ যেন আদর্শ সময়! উমামি টেস্টের পাঁচটি রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রয়েছে সঠিক খাদ্য বাছাইয়ের মাধ্যমে অ্যাজমার মতো শ্বাসকষ্টজনিত ও শীতকালীন রোগ প্রতিরোধে বিশেষজ্ঞ পরামর্শ, মায়া সভ্যতার খাদ্যাভ্যাস অন্বেষণ, খাদ্য দুনিয়ার সালতামামি ইত্যাদি।
বছরের শেষ দিনগুলোও ভালো কাটুক সবার। নতুন বছরের আগাম শুভেচ্ছা।