skip to Main Content

সম্পাদকীয়

বাতাসে হেমন্তের ঘ্রাণ। এলো জমিনের ধান ঘরে তোলার দিন। নবান্ন উৎসবের প্রাণ ছড়ানো আনন্দ। প্রকৃতিতে হিমশীতলতার আলতো পরশ। এমন সময়ে বাংলার ঘরে ঘরে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে ধুম পড়ে যায় বিয়ে আয়োজনের। যদিও তা বছরের সারা সময়ে চলতে থাকে কোথাও না কোথাও, তবু এ সময় বিয়ের মৌসুম বলেই পরিচিত সম্ভবত এমন আদুরে ও অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে। ক্যানভাস তাই সাজল বিয়ের সম্ভারে।
কনের পোশাক ঘিরে বরাবরই জল্পনার অন্ত থাকে না। বর-কনের তো বটেই, পাড়াপড়শি, আত্মীয়স্বজন তথা অতিথিদেরও। তাতে ঐতিহ্যের রেশ কারও পছন্দ; কেউ চান নতুন চমক। কনের পোশাকের আনকোরা আইডিয়ার পূর্বাভাস ঘিরে এবারের কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে বিশেষ পোর্টফোলিও, বিয়ের কেনাকাটায় স্থানীয় বাজারকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান, অনুষঙ্গ হিসেবে রাখির বৈচিত্র্য ও অন্তর্নিহিত তাৎপর্য, ডিভোর্স জুয়েলারির ধারণাবিস্তার, ড্রেস কোডের রকমফের প্রভৃতি।
বর ও কনের নতুন দাম্পত্যজীবনের একান্ত মুহূর্ত কাটানোর বৈজ্ঞানিক কী ধরনের সুবিধা পড়ে ত্বকে, তা নিয়ে বিউটি সেগমেন্টে রইল বিশেষ রচনা। লবণযুক্ত পানিতে গোসলের উপকারিতা, ছেলেদের মুখ-ত্বকযত্নের নতুনত্ব, মেহেদির সঙ্গে মনের সংযোগ, রাশিসূত্রে কনের নখসাজসহ আরও বেশ কিছু সময়োপযোগী আয়োজন রয়েছে এই সেগমেন্টে।
নতুন সংসারে অতিথির আনাগোনা চলতেই থাকে। মুখরোচক খাবারে তাদের মন ভরানো কম ঝক্কির নয়! তবে সহজ অথচ বৈচিত্র্যময় রেসিপি জানা থাকলে তা তুলনামূলক সুবিধাজনক। এমনই পাঁচ রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। এ সেগমেন্টে আরও রইল ঢাকাই বিয়ের খাবারের ঐতিহ্য অনুসন্ধান ও বর্তমান চিত্র, বিশেষ খাদ্যোৎসবের খোঁজ, প্রাচীন রোমের খাদ্যসংস্কৃতি, হাড়ের যত্নে সঠিক খাদ্যাভ্যাস নির্ধারণে পুষ্টিবিদের পরামর্শ ইত্যাদি।
চলতি ধারণায় যৌবনকালকে শ্রেয় ধরে নেওয়া হলেও বিয়ের সিদ্ধান্তটি বস্তুত দুজন মানুষের একান্ত হওয়া উচিত। অথচ সমাজে আপাতদৃষ্টে বেমানান মনে হলে সেই দম্পতিকে নানাভাবে হেয় করার প্রবণতা হরদম দেখা যায়, যা কাম্য নয়। এ ভাবনা ঘিরেই এবারের এডিটর’স কলাম। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে রাজধানীর অভিজাত বিয়ের ভেন্যুর তথ্য-তালাশ, হালের বিয়েতে প্রযুক্তিগত বিকাশের বৈচিত্র্যময় সংযোগ, বিয়ে ঘিরে বিনোদনব্যবস্থার একাল-সেকাল, বিশেষ তারকার একান্ত জীবনপাঠ, অন্যকে বিশেষত সঙ্গীকে মিথ্যা দোষারোপের মাধ্যমে ভয়ানক মানসিক শোষণের নেতিবাচক চর্চা থেকে সুরক্ষা পাওয়ার বিশেষজ্ঞ পথপ্রদর্শন, মরিশাসের সমুদ্রতীরে প্রকৃতির সান্নিধ্যে প্রাণছোঁয়া ভ্রমণের আদ্যোপান্ত ইত্যাদি।

জীবন সুন্দর ও নিরাপদে কাটুক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top