skip to Main Content

সম্পাদকীয়

এলো পবিত্র রমজান মাস। আরবি ক্যালেন্ডার অনুসারে, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বহুল কাঙ্ক্ষিত সময়। রমজানের পবিত্রতা সকলের অন্তর ছুঁয়ে যাক।
গ্রেগরি ক্যালেন্ডার অনুসারে মার্চ; যা বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণ গুরুত্ববহ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের সকল যোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনার প্রতি বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এ মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষনির্বিশেষে সবার জীবনের প্রতিটি স্তরে বিশেষ এ দিবসের তাৎপর্য অর্থপূর্ণ হয়ে ধরা দিক, এই কামনা রইল।
বাংলার প্রকৃতিতে এখন শীত শেষে বসন্তের প্রাণজুড়ানো মৃদু হাওয়া ও ফুলের সুবাস। তাই পবিত্র রমজান, আন্তর্জাতিক নারী দিবস ও বসন্ত ঘিরে সাজানো হলো এবারের ক্যানভাস।
নারীদের জীবনে মাতৃত্ব ভীষণ তাৎপর্যময় একটি ঘটনা। শুধু তাদের ব্যক্তিজীবনেই নয়; সামগ্রিক মানবসভ্যতার অগ্রযাত্রার নিরিখেও। সন্তান প্রসবের পর অনেক মা নিজেদের প্রতি ঠিকঠাক খেয়াল রাখার সময়-সুযোগ পান না; অথচ তা জরুরি। নিজেকে তথা সবাইকে ভালো রাখার জন্য। হালের আলোচিত প্রজন্ম জেন-জির অনেকে এখন নতুন মা। সময়ের ভাষার সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের পোশাক-পরিচ্ছদ ও জীবনশৈলী নির্বাচন ঘিরে এবারের কভারস্টোরি। ফ্যাশন সেগমেন্টে আরও রইল আরব বিশ্ব; বিশেষত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের মডেস্ট পোশাকের বাজার ঘিরে বিশেষ বিশ্লেষণাত্মক রচনা, শিশুতোষ দেখতে সাজ অনুষঙ্গগুলোর সবিস্তার, বাসন্তী বাহারে ওয়্যারড্রোব সাজানোর জুতসই পরিকল্পনার সন্ধানসহ নিয়মিত সব বিভাগ।
রোজা মানেই বছরের বাকি সময়ের তুলনায় জীবনযাপনে একটি বড় ধরনের পরিবর্তন ও পরিমার্জন। এ সময়ের সঙ্গে ত্বককে মানিয়ে নেওয়ার সহজ অথচ ফলপ্রসূ সূত্রগুলোর উপস্থাপনা রইল বিউটি সেগমেন্টের বিশেষ আয়োজনে। এই সেগমেন্টে আরও জায়গা পেল হালালের সনদপ্রাপ্ত সৌন্দর্যপণ্যের আদ্যোপান্ত, মুখের দুর্গন্ধ রোধের কার্যকর উপায় সন্ধান, হেয়ারস্টাইলে মম কাটের জয়গান ইত্যাদি।
সারা দিন সিয়াম সাধনার পর প্রথম আহারপর্ব হিসেবে ইফতার খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের খাদ্যতালিকায় স্বাস্থ্যসচেতনতা ও সুস্বাদের সমন্বয় ঘটাতে পারলে দারুণ হয়! ফুড সেগমেন্টের শুরুতে তাই হাজির করা হলো এমন পাঁচটি বিশেষ রেসিপি। রোজার আরব্য খাবার, পারস্য সভ্যতার খাদ্যের ইতিহাসে আলোকপাত, পানিশূন্যতা কাটাতে পুষ্টিবিদের পরামর্শসহ নিয়মিত বিভাগগুলোও সেজেছে এই সেগমেন্টে।
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস হিসেবে বিশেষ পরিচিতি রয়েছে পবিত্র রমজানের। মানবজীবনে নাজাতের তাৎপর্যের ওপর আলো ফেলা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে দেশি করপোরেট জগতের একজন সফল নারী ব্যক্তিত্বের একান্ত জীবনের গল্প, নারীস্বাস্থ্য উন্নয়ন উপযোগী শরীরচর্চার দিকনির্দেশনা, বর্ডারলাইন পারসোনালিটি নামক মনোব্যাধি সারাইয়ের বিশেষজ্ঞ পরামর্শ, বর্ণবিদ্বেষ দূরীকরণ দিবসের প্রেক্ষাপট অনুসন্ধান ইত্যাদি।

জীবন সুন্দর হোক সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top