সম্পাদকীয়
ঈদ মোবারক। শুভ নববর্ষ। এমন দ্বিগুণ আনন্দের লগনে ক্যানভাসের পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষীসহ সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।
লেখা আর ছবিতে বর্ণিল আয়োজনে সাজানো হলো এবারের সংখ্যা। ঈদ ও বাংলা নববর্ষ উদ্যাপনকে ঘিরে। ঈদুল ফিতর ঘিরে বরাবরই কেনাকাটার ধুম পড়ে যায়। পয়লা বৈশাখ ঘিরেও। কেন্দ্রে নতুন পোশাক ও অনুষঙ্গ। ঈদের ফ্যাশন বাজারের প্রকৃত চিত্র সম্পর্কে ধারণা পেতে কভারস্টোরিতে হাজির করা হলো অনুসন্ধানমূলক ও বিশ্লেষণাত্মক রচনা। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে ভিনদেশি, বিশেষত পাকিস্তানি পোশাকের প্রতি ভোক্তাদের ঝুঁকে পড়ার কারণ নির্ণয়, কাফতানের বৈচিত্র্যময় জয়যাত্রা, চ্যারিটি শপিংয়ের আদ্যোপান্ত, পুরান শাড়িকে নতুন পোশাকে রূপান্তরের কৌশল উপস্থাপন, কুর্তা না কামিজ—বাছাইয়ের ক্ষেত্রে কোনটির প্রতি কেন ঝোঁক, সেই মানসিক অবস্থার গতিপথ সন্ধান প্রভৃতি।
বিউটি সেগমেন্টে আপনাদের জন্য রইল আমার বিশেষ উপহার—সিগনেচার বাই কানিজ আলমাস খান। আশা করি, বরাবরের মতো এবারও তা আপনাদের উৎসবকেন্দ্রিক রূপচর্চায় সহায়ক ভূমিকা রাখবে। উৎসবের সঙ্গে মানানসই নখসজ্জা, ত্বকযত্নে বডি শিট মাস্কের যথাযোগ্য প্রয়োগকৌশল, ব্যস্ত সময়ে দেহপটে পড়া ক্লান্তির ছাপ দূরীকরণের কার্যকর কৌশলসহ নিয়মিত বিভাগগুলো জায়গা পেল এই সেগমেন্টে।
ঈদের খাবারে একটু ভিন্নতার প্রত্যাশা ভোজনরসিকেরা করেই থাকেন। ভিনদেশি এমনই পাঁচ পদের রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রইল উসমানীয় সাম্রাজ্যের খাদ্যাভ্যাসের সুলুকসন্ধান, বাঙালি খাবারে উদরপূর্তিতে পুষ্টিবিদের দিকনির্দেশনা, প্রহরভেদে ঈদের দিনের খাবারের ভিন্নতা প্রভৃতি ঘিরে বিশেষ আয়োজন।
হোক ঈদ কিংবা নববর্ষ—উৎসব মানেই হাসিমুখের ছড়াছড়ি। তবু কারও মুখে বেদনার আভাস ভেসে উঠতে দেখলে তার নেতিবাচক প্রভাব পড়ে নিজের মনোজগতেও। হাসির ফোয়ারা অন্যদের মুখেও ছড়িয়ে দিতে পারলে উৎসব পায় দারুণ পূর্ণতা। এই বিষয়ে আলোকপাত করা হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে বিশেষ হাস্যরসাত্মক রচনা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোর বিশেষজ্ঞ পরামর্শসহ নিয়মিত বিভাগগুলো।
ঈদ আনন্দে কাটুক সবার। নববর্ষ উদ্যাপন আনন্দমুখর হোক।