শরীর ও মন সতেজ রাখার পাশাপাশি একটি অপরিহার্য জীবন দক্ষতা অর্জনে গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা নিয়ে এসেছে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য এক বিশেষ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচী। রাজধানীর বনানীতে অবস্থিত এই চার-তারকা চেইন হোটেলের ছাদের ওপর উন্মুক্ত (রুফটপ) সুইমিং পুলে এখন ছয় বছর বয়স থেকে শুরু করে সব বয়সী মানুষ অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে সাঁতার শিখতে পারবেন এক নিরাপদ ও আনন্দময় পরিবেশে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সাঁতার কেবল একটি চমৎকার শারীরিক ব্যায়ামই নয়; এটি শিশুদের মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হৃদপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করে, পেশি শক্তিশালী করে এবং নমনীয়তা বাড়ায়। এ ছাড়াও, এটি স্থূলতা নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক এবং শিশুদের আত্মবিশ্বাস ও মনোযোগ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। দলগত প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা সামাজিক দক্ষতাও অর্জন করতে পারে। সর্বোপরি, পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিরোধে সাঁতার একটি অপরিহার্য আত্মরক্ষামূলক দক্ষতা, যা প্রতিটি শিশুরই থাকা উচিত।
গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার মনোরম সুইমিং পুলে প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার এই প্রশিক্ষণ ক্লাসগুলো পরিচালিত হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য আলাদা সেশনের ব্যবস্থা রয়েছে, যা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথকভাবে সাজানো।
এই উদ্যোগে রয়েছে ১৬টি ক্লাস ও ৩ টি প্রাকটিস ক্লাস। ৬ থেকে ১১ বছর বয়সীদের জন্য খরচ পড়বে জনপ্রতি ১৫,০০০ টাকা এবং ১২ বছর ও তদুর্ধ্ব বয়সীদের ১৮,০০০ টাকা।
আরও বিস্তারিত তথ্য এবং নিবন্ধনের জন্য যোগাযোগ করতে পারেন +৮৮ ০১৭৭৭ ৭৩৪৭৯৭ নম্বরে; অথবা বার্তা দিতে পারেন অফিশিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/GoldenTulipDhaka-এ।
- ক্যানভাস অনলাইন
ছবি: গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র সৌজন্যে

