মডেল সাবরিনা জামান রিবা। ফ্যাশন ইন্ডাস্ট্রির চেনা মুখ। প্রায় দেড় দশক ধরে মডেলিং দুনিয়ায় ছড়াচ্ছেন আলো। জানা কথা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে উইন্টার খুবই গুরুত্বপূর্ণ একটি সিজন। এ সময়ে সংশ্লিষ্টদের ব্যস্ততা বেড়ে যায়। যথারীতি মডেলদেরও। এ মৌসুম ঘিরে নিজ কর্ম পরিকল্পনা নিয়ে ক্যানভাসের সঙ্গে কথা বলেছেন রিবা।
তার ভাষ্য, ‘সাম্প্রতিক সময়ে নানা পটপরিবর্তনের রেশে সবাই যার যার সেক্টর থেকে বেশ টানাপোড়েনের মধ্যে রয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির বেশির ভাগ ইভেন্ট যেহেতু উইন্টার সিজনেই অনুষ্ঠিত হয়, যেমন ফ্যাশন শো, ফটোশুট ইত্যাদি, তাই এ সময়ে সংশ্লিষ্টদের নিজ নিজ জায়গা থেকে ব্যস্ততায় কাটে। বর্তমান পরিস্থিতিতে সবকিছু সামলে ধীরে ধীরে সব ইভেন্টই শুরু হচ্ছে। আমিও কিছু কাজে অংশ নিয়েছি। কিছু কাজের পরিকল্পনা চলছে। তবে ফাইনাল কনফারমেশন এখনো পরিস্থিতির ওপর নির্ভর করছে। তাই এই মুহূর্তেই ডিটেইল শেয়ার করতে না পারলেও বলতে পারি, আমরা সারভাইভিং মুডে রয়েছি।’
‘সামনে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব না পড়লে আমরা সব ইভেন্ট আগের মতোই ভালোভাবে শেষ করতে পারব বলে আশাবাদী,’ যোগ করেন তিনি।
দীর্ঘদিন এ ইন্ডাস্ট্রিতে কাজ করে চাওয়া-পাওয়ার হিসেব মেলানো প্রসঙ্গে রিবা বলেন, ‘আমি তো মূলত ফ্যাশন ইন্ডাস্ট্রিতেই কাজ করি। বেশ কিছু প্রস্তাব পেলেও অভিনয় এখনো শুরু করিনি। বিশেষত উপস্থাপনার প্রস্তাব পেয়েছি প্রচুর। অভিনয় করব না– তা নয়; অবশ্যই করব। এখন তো অনেক ভালো কাজ হচ্ছে। তারপরও, আমার অবশ্যই নিজস্ব কিছু ক্যারেক্টার বা নিজস্ব কিছু গল্প হয়তো চিন্তা করি।’
‘আমি এমনিতে সব সময় থ্রিলার লাভার। মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং মনে রাখবে– অভিনয়ে এমন কাজ করতে চাই,’ জোরের সঙ্গে বলেন রিবা।
আরও বলেন, ‘আমি শুরু থেকেই চেয়েছি, আগে একটি পেশায় মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে তবেই অন্য পেশায় পা বাড়াব। মাল্টিট্যালেন্টেড যদি হই-ও, তবু একসঙ্গে সবকিছু করে খিচুড়ি পাকানোর ইচ্ছে নেই! তবে যদিও এখন জেনারেশন, ট্রেন্ড– সবকিছু অনেক পরিবর্তন হয়েছে, এখন সবাই মাল্টিটেলেন্ডেড এবং অ্যাট-আ-টাইম, একসঙ্গে অনেক কিছু করা পছন্দ করে। মডেলিংয়ের বাইরে কাজ আমি অবশ্যই করব, করার চেষ্টায় আছি।’
নিজেকে নতুন করে গড়া প্রসঙ্গে বলেন, ‘সবকিছু মিলে গেলে অভিনয় করব। পাশাপাশি, বেশ কয়েক বছর ধরে অন্ট্রাপ্রেনারশিপের ওপর ফোকাস করছি। সময় হলেই বিস্তারিত জানাব।’
সঙ্গে যোগ করলেন, ‘অবশ্যই নিজেকে ভেঙে গড়ার তাড়না অনুভব করি। এখন যে প্রজন্ম, যে সময়, নিজেকে প্রতিনিয়ত সময়ের সঙ্গে উপস্থাপন করতে না পারলে বিশেষত ফ্যাশন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা মুশকিল।’
- ক্যানভাস অনলাইন
ছবি: সাবরিনা জামান রিবা’র সৌজন্যে/ফেসবুক