আজ ১৯ নভেম্বর। ইন্টারন্যাশনাল মেনজ ডে। অর্থাৎ পুরুষদের দিন। ১৯৯২ সালে প্রথমবারের মতো পালিত হয় দিবসটি। ত্রিনিদাদের স্কলার ড. জেরোম তেলুকসিং প্রথম উদ্যোগ নিয়েছিলেন। কারণ তিনি অনুভব করেছিলেন, ত্যাগ, তিতিক্ষা ও পরিশ্রমের জন্য বছরে অন্তত একটি দিন পুরুষকে বিশেষ সম্মান জানানো প্রয়োজন।
দিবসটি ঘিরে প্রতিবছর একটি থিম নির্ধারণ করা হয়ে থাকে। এ বছরের নির্বাচিত বিষয়, ‘ইতিবাচক পুরুষ রোল মডেল’। বছরজুড়ে পুরুষদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে খোলামেলা আলোচনায় উৎসাহিত করার চেষ্টা চলবে। একই সঙ্গে সহায়ক পরিবেশ তৈরি করার গুরুত্ব বিষয়ে জোর দেওয়া হবে।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
প্রতীকী ছবি: ইন্টারনেট