ক্যানভাস রিপোর্ট
অমর ‘একুশে বইমেলা’২০২৩-এ প্রকাশিত হয়েছে কবি শুভদীপ মুখার্জির কবিতার বই কাগজের নৌকা।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বইমেলার ৩৮৪, ৩৮৫ ও ৩৮৬নং স্টলে পাওয়া যাবে বইটি। যার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ২২৫ টাকাোয়। বেহুলাবাংলা থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন আব্দুর রহমান পাঠান। সব বয়সের নারী-পুরুষের পড়ার উপযোগী করেই বইটি লেখা হয়েছে।
বই সম্পর্কে কবি জানান, জীবনের একটা সময়ে বেশ অশান্ত, কিছুটা ভিন্ন ও এর সাথে কিছু কিছু মানুষ রাতারাতি অন্যরকম হয়ে যায়। নিজের আমিত্বকে অনেকটা কমিয়ে ফেলে সে নির্লিপ্ত মুখে চলে যেতে চায় নাম না জানা এক দেশে। বিমানে নয়, জাহাজে নয় তার মন অচিনপুর থেকে দিকশূন্যপুর পাড়ি দেয় আস্তে আস্তে দুলতে দুলতে চলা এক কাগজের নৌকাতে। কোলাহল থেকে অনেক দূরে সে শান্তি খুঁজে পায় পাড়ার চেনা সেই চায়ের দোকানে। সম্পর্ক থেকে সম্পর্কহীনতার দিকে আপন খেয়ালে দুলকি চালে পাড়ি দেয় তার কাগজের নৌকা। এই আসা আর যাওয়া নিয়েই মূলত এই কাব্যগ্রন্থ।
ছোটবেলা থেকে কবিতা ভালোবাসেন শুভদীপ মুখার্জি । সেখান থেকেই তার লেখালেখির অভ্যাস। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি তার রয়েছে গভীর অনুরাগ ও আকর্ষণ।
বর্তমানে তিনি ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অফ ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনের পদে কর্মরত রয়েছেন। কলকাতায় জন্ম নেয়া এই লেখক পড়াশোনা করেছেন ওপার বাংলার এসটি জেভিয়ার্স কলেজে।