মাহে রমজান উপলক্ষে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান শোবিজ এন্টারটেইনমেন্টের উদ্যোগে শুরু হয়েছে জমজমাট ইফতারি মেলা। ৯ থেকে ২৪ রমজান পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।
মেলায় অংশগ্রহণ করছে ঢাকার ৩২টি জনপ্রিয় রেস্টুরেন্ট। এ ছাড়া রয়েছে বিশিষ্ট ইফতারি প্রস্তুতকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রসিদ্ধ রন্ধনশিল্পীরা। প্রত্যেক প্রতিষ্ঠান বা ব্যক্তির থাকবে নিজস্ব স্টল ও ইফতারি। ৮০টির বেশি পদের রেসিপির মনোহর ইফতারি প্রদর্শন করা হবে মেলায়। নিরিবিলি পরিবেশে ঢাকার জনপ্রিয় সব খাবারের আইটেম পাওয়া যাবে একসঙ্গে। মেলায় থাকছে পার্সেলের ব্যবস্থাও। অজু ও নামাজের ব্যবস্থা থাকছে। খাবারে ভেজাল রোধ ও মান নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শেষ মুহূর্তে অল্পসংখ্যক স্টল বরাদ্দ নেওয়া যাবে। ইফতারি মেলায় দেশের ঐতিহ্যবাহী সব খাবারের প্রদর্শনীর ব্যবস্থা থাকছে বলে জানান আয়োজকেরা।