skip to Main Content
চলছে ‘টিকটক অ্যাওয়ার্ডস’ ভোটিং

বাংলাদেশে ২০২৪ সালের টিকটক অ্যাওয়ার্ডসের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই অ্যাওয়ার্ড টিকটক কমিউনিটির সৃজনশীলতা ও প্রতিভাকে তুলে ধরে। এর মাধ্যমে টিকটকের সেরা ক্রিয়েটররাও তাদের দর্শকদের আরও প্ল্যাটফর্মের সঙ্গে আরও যুক্ত করছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশের টিকটক ইউজাররা তাদের পছন্দের মনোনীতদের জন্য ভোট দিতে পারবেন। ১৪ নভেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে ২ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভোট দেওয়ার জন্য টিকটক অ্যাপের ডেডিকেটেড একটি ভোটিং হাবে অ্যাক্সেস আছে, যেখানে টিকটক ইউজাররা প্রতিটি বিভাগ থেকে তাদের পছন্দের মনোনীতদের নির্বাচন করতে এবং দিনে একবার ভোট দিতে পারবেন। ভোট দেওয়া ছাড়াও একজন আরেকজনের সঙ্গে তাদের প্রিয় ক্রিয়েটরদের ভোটিংয়ের জন্য আহ্বান করতে পারবেন।

টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরিতে কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ বছর মনোনীতদের সৃজনশীলতা, মৌলিকতা এবং টিকটক কমিউনিটিতে তাদের প্রভাবের ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরি এবং মনোনীতদের মধ্যে রয়েছে– ক্রিয়েটর অব দ্য ইয়ার: নাদির অন দ্য গো, তামান্নাস কার্টুন টিএন, শিহাব হাসান নিয়ন, মাহিম মেকস, ফাবিহা নওশিন প্রভা; ফুড ক্রিয়েটর অব দ্য ইয়ার: জাওয়াদ কাজী, ফুডিশ, হ্যাট ম্যান কুকিং, ডেলিশিয়াস হোম মেকিং, সাফওয়ানস কিচেন; ইমার্জিং ক্রিয়েটর অব দ্য ইয়ার: ডিয়ার আরজু, ডিড ইউ সেই ফুড, রাফসান দ্য স্পোর্টস বাজ, ইটজু, সুরভি ইয়াসমিন; স্পোর্টস ক্রিয়েটর অব দ্য ইয়ার: কিকস অ্যান্ড সিক্স, অন ফিল্ড উইথ ফাহিম, মিস্ট্রি ম্যান, টকিং টিকি-টাকা, নিশ্চুপ সৌভিক; বিউটি অ্যান্ড মেকআপ ক্রিয়েটর অব দ্য ইয়ার: জারিন বেভা, ফারহানা, দ্য চার্ম ইনসাইড, অ্যালেনিয়া এনা; #LearnOnTikTok ক্রিয়েটর অব দ্য ইয়ার: স্কুল অব ইংলিশ-মুসফেকা, এক্সপ্লোনেশন, রুবায়েদ বিন জামান, আসাদুজ্জামান জয়; এন্টারটেইনমেন্ট ক্রিয়েটর অব দ্য ইয়ার: এসপি ক্রিয়েশন, অলস পরিবার, জেআর বিন, সারোয়ার অ্যান্ড সাদিয়া, লেজি পান্ডা; ট্রাভেল ক্রিয়েটর অব দ্য ইয়ার: অনির্বাণ কায়সার, মিস্টার মিক্সার্স ওয়ার্ল্ড, মো. ওয়াকিফ হোসেন, নিহাব রহমান; ফ্যাশন ক্রিয়েটর অব দ্য ইয়ার: লাইফ উইদ ওয়াফিকা, মেধা, হামজা খান শায়ান, সাবা চৌধুরী, নাফিস রাফসান; ভিডিও অব দ্য ইয়ার: আওয়ারস এফকে, ফুডি সুশি, গুলফাম শাহানা জানা, নিহাব রহমান, কার্টুনিস্ট তন্ময়।

এ বছরের অ্যাওয়ার্ডগুলো বাংলাদেশের টিকটক ক্রিয়েটরদের প্রতিভা এবং তাদের কনটেন্টের বৈচিত্র্য তুলে ধরে যেখানে লাখ লাখ ইউজারদের জন্য তাদের আকর্ষণীয় কনটেন্ট তৈরির অবদানকে স্বীকৃতি পাবে। টিকটক অ্যাওয়ার্ডস কেবল সৃজনশীলতাকে গুরুত্ব দেয় না, বরং প্ল্যাটফর্মটির কমিউনিটিকে সম্পূর্ণভাবে তুলে ধরে।

ভক্তরা তাদের প্রিয় ক্রিয়েটরদের সমর্থন করার জন্য ভোটিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী আপডেট জানার জন্য, টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমে টিকটকের অফিসিয়াল অ্যাকাউন্ট @TikTokBD ফলো করুন।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টিকটক-এর সৌজন্যে এবং সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top