skip to Main Content
টয়লেট ডে উদযাপনে শাকিব খানের বিশেষ ঘোষণা

দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে হয়ে গেল বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের উদ্বোধন। বাংলাদেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার-এর সৌজন্যে মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪) রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক জমকালো পরিবেশে তারকাবেষ্টিত এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ বছরের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ‘আ প্লেস ফর পিস’কে সামনে রেখে অনুষ্ঠানটি থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইন। ‘দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে’ স্লোগান নিয়ে ক্যাম্পেইনটির মাধ্যমে নভেম্বর মাসজুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির টাকা থেকে ১০ টাকা দেওয়া হবে সারা দেশে সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজিনিক টয়লেট নির্মাণের কাজে।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ রিমার্ক-হারল্যানের ডিরেক্টর ও ঢালিউড মেগাস্টার শাকিব খান তার বক্তব্যে বলেন, ‘অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে। দুর্গন্ধমুক্ত টয়লেট মানেই শন্তিময় এক্সপেরিয়েন্স। আর টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার শুধু দুর্গন্ধ দূরই করে না, দীর্ঘসময়ের জন্য টয়লেটে এনে দেয় এক মনমাতানো সুবাস।’

তিনি আরও বলেন, ‘রিমার্ক-হারল্যান সব সময়ই গণমানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দেয়। তারই ধারাবাহিকতায় টাইলক্সের এই উদ্যোগ, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। সুবিধাবঞ্চিত মানুষের কথা মাথায় রেখে করা তাদের এই কার্যক্রমের মাধ্যমে শুধু স্বাস্থ্যসম্মত টয়লেটই নির্মাণ হবে না, বরং এটি সাধারণ মানুষের মাঝে হাইজিন সম্বন্ধে সচেতনতা তৈরিতেও সহায়ক হবে।’

রিমার্ক-হারল্যানের ক্যাটেগরি হেড (হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার) মারুফুর রহমান বলেন, “দেশের সর্ববৃহৎ ফ্যাক্টরিতে সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত টাইলক্স নিয়ে এসেছে ‘টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইন’, যার মাধ্যমে আমরা সবার মাঝে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। সমাজের অবস্থাসম্পন্ন মানুষেরা সুবিধাবঞ্চিতদের কল্যাণে এগিয়ে এসে সম্প্রীতির এক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবেন টাইলক্স হাইজিনিক আবাস ক্যাম্পেইনে অংশগ্রহণ করার মাধ্যমে। তাই এটি আসলে নিছক কোনো ক্যাম্পেইন নয়, এটি একটি সামাজিক উদ্যোগ।’

বলা হয়, একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সর্বাধুনিক সব সল্যুশনের পাশাপাশি একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী তৈরি করাই টাইলক্সের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে টাইলক্সের পণ্য প্রস্তুত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগতমানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে, দেশের সবচেয়ে বড় পরিবেশবান্ধব টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে।

হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স ইতিমধ্যেই ভোক্তাদের মাঝে অভাবনীয় গ্রহণযোগ্যতা পেয়েছে। এর গাঢ় ফর্মুলেশন- ৯৯% রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে ও শক্তিশালী সারফেকট্যান্ট জেল টয়লেট এর সবদিকে সমানভাবে ছড়িয়ে কঠিন দাগ দূর করে টয়লেটকে রাখে দীর্ঘসময় পর্যন্ত সুবাসিত যা একটি শান্তিময় আবহ সৃষ্টি করে। সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে টাইলক্সের ‘হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনটি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন সবাই।

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে টাইলক্স হাইজিনিক টয়লেট ক্লিনার আয়োজিত তারকাদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোজেক্ট কোঅর্ডিনেটর কে এ আমিন, ওয়াটার এইড বাংলাদেশের রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট গোলাম রাসুল, মো. ফরহাদুর রহমান রিপন, সহকারী প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় (পরিকল্পনা), ডিপিএইচই, ঢাকা এবং সুব্রত বসাক, সহকারী প্রকৌশলী, গ্রাউন্ড ওয়াটার বিভাগ, ডিপিএইচই, ঢাকা। রিমার্ক-হারল্যানের পক্ষে অনুষ্ঠানে আরও যোগদান করেন টাইলক্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রিয় চিত্রনায়ক ও টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিয়াম আহমেদ, জনপ্রিয় চিত্রতারকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দীঘি, জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান এবং সিনেমা ও সঙ্গীত জগতের আরও অনেক বিখ্যাত তারকারা।

রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স। দেশজুড়ে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে রিমার্ক কাজ করে যাচ্ছে বলে জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্কের লক্ষ্য।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: আয়োজকদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top