skip to Main Content
কে ক্র্যাফটে হেমন্ত হাওয়া

হালকা শীতল বাতাস আর হালকা উষ্ণ অনুভূতি দিয়ে এখন চলছে হেমন্ত ঋতু। আবহাওয়ার এই তারতম্যের কারণে হেমন্তের পোশাক ও সাজসজ্জাতে আসে পরিবর্তন। তাই গরম-ঠান্ডার এই সখ্য ও অনুভূতির কথা মাথায় রেখে কে ক্র্যাফট করেছে হেমন্ত আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ভিন্নধর্মী চমৎকার সব স্টাইলিশ ও স্বস্তিদায়ক পোশাকই হতে পারে এ সময়ের সঙ্গী। মেয়েদের জন্য সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি, টিউনিক, কাফটান; আর ছেলেদের জন্য পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফুল স্লিভের শার্ট থাকছে। এ ছাড়াও ছেলে ও মেয়ে শিশুদের জন্যও নানা আয়োজনের পোশাক। নানা রঙের প্রিন্ট ও উইভিং ডিজাইনে তৈরি করা হয়েছে হালকা শাল, যা এ সময়ের জন্য বেশ উপযোগী।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে হেমন্ত আয়োজনের পোশাক কেনা যাবে সাশ্রয়ী মূল্যে। ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: কে ক্র্যাফট-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top