গুলশানের ‘ফোর পয়েন্টস বাই শেরাটন ঢাকা’ বাংলা ১৪২৫কে বরণ করবে বাঙালি খাবার আয়োজনের মধ্য দিয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গরুর মাংসের ভুনা, ইলিশ মাছের বিভিন্ন পদ, মুরগির মাংস, চিংড়ি মালাই, হরেক রকমের ভর্তা ও ভাজি। এ ছাড়া থাকবে ফুচকা, চটপটি, কুলফি, হাওয়াই মিঠাই। সঙ্গে কাঁচা আম ও বেলের শরবত। শুধু দুপুর ও রাতের খাবারের আয়োজনে থাকবে এসব খাবার। পয়লা বৈশাখ উদ্যাপনে এসব খাবারের পেছনে গুনতে হবে জনপ্রতি চার হাজার টাকা।
Related Projects
‘বিশ্বরঙ’-এ অনলাইনে কেনাকাটায় মূল্যছাড় এবং ফ্রী ডেলিভারি
- May 9, 2020
সারাদেশে বিরাজমান করোনাভাইরাস মহামারিতে দেশের…