আমেরিকান পাওয়ার হাউজ হিসেবে পরিচিত জেনিফার লোপেজ একাধারে সংগীতশিল্পী, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রডিউসার। বিউটি ইন্ডাস্ট্রির সঙ্গেও তার সম্পর্ক বহু পুরোনো। ইতিমধ্যে জেনিফারের নামে ২৪টির মতো সুগন্ধি বাজারে এসেছে। ২০০৫-এ শুধু গ্লো বাই জে লো বিকিয়েছে ১০০ মিলিয়ন ডলারের। ল’রিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার ছিলেন ২০১০ থেকে। তবে সম্প্রতি নিজস্ব বিউটি লাইন বাজারে আনতে যাচ্ছেন জেনিফার। ইঙ্গলোট কসমেটিকসের কোলাবরেশনে তৈরি হওয়া এ কসমেটিকস লাইনে থাকবে ৭০টি পণ্য। লিপস্টিক, পাউডার, আইশ্যাডো, ব্লাশ ও ব্রোঞ্জার ছাড়াও কালেকশনে থাকবে বিশেষভাবে তৈরি স্কাল্পটিং প্রডাক্ট। ৯ থেকে ৪৯ ডলারের মধ্যে রাখা হয়েছে প্রতিটির দাম। ধারণা করা হচ্ছে, বাজারে ছাড়ার প্রথম তিন মাসের মধ্যে ১৫ মিলিয়ন ডলার তুলে আনবে জেনিফারের কসমেটিকস লাইন। আসছে ২৬ এপ্রিল থেকে জেনিফার ইঙ্গলোট ডটকমের ওয়েবসাইট ছাড়াও ইঙ্গলোটের বিক্রয় কেন্দ্রে মিলবে প্রডাক্টগুলো।
Related Projects
নড়াইলে হারল্যান স্টোর উদ্বোধন
- January 30, 2024
‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন