নাসির আলী মামুন, দেশের প্রখ্যাত আলোকচিত্রী। ১৯৭২ সালে তিনি বাংলাদেশে ফটোগ্রাফির সূচনা করেন। কৃতী এবং খ্যাতিমানদের বিভিন্ন দুর্লভ মুহূর্ত তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। সাদা-কালো প্রতিকৃতিধর্মী আলোকচিত্রে আলো-ছায়ার মুহূর্ত ধারণে তাঁর দক্ষতা সুবিদিত। নাসির আলী মামুনের ১২৩টি সাদাকালো আলোকচিত্র নিয়ে, বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘ফটোজিয়াম’ শিরোনামে ১০ এপ্রিল শুরু হয় প্রদর্শনীটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া উপস্থিত ছিলেন লিয়াকত আলী লাকী, ফয়জুল লতিফ চৌধুরী, মতিউর রহমান, আবুল খায়ের প্রমুখ। প্রদর্শনী উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে উৎসর্গ করা হয় এই প্রদর্শনী। যা চলবে ৩ মে পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত।