ই-কমার্স প্রতিষ্ঠান ফ্যাডলের উদ্যোগে হয়ে গেল পুয়া এক্সিবিশন। নগরীর ধানমন্ডি ২৭ এর ২০ নম্বর বাড়িতে ১৭ ও ১৮ জানুয়ারি হয়েছে এ প্রদর্শনী। মালয়েশিয়ান উইভিং ডিজাইন প্যাটার্ন পুয়ার আদলে বাংলাদেশি খাদি, স্ল্যাভকটন, কটন ও বিসকস ফেব্রিকের উপর নকশা করে তৈরি লেডিস থ্রিপিস, টুপিস, ফতুয়া, ছেলেদের পাঞ্জাবী, কটি, ফতুয়া, শার্ট, শেরোয়ানি, কাবুলি এবং শিশুদের জামাকাপড়ের স্যাম্পল ছিল এক্সিবিশনে।
১৭ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব লিটু আনাম। উপস্থিত ছিলেন বাংলাদেশের ফ্যাশন ডিজাইনার মিলন চন্দ্র বিশ্বাস এবং এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিংয়ের জেনারেল ম্যানেজার তানভীরসহ অনেকে।
ফ্যাডলের সিইও মো. আফজাল হোসেন বলেন, ‘পৃথিবীর নৃ জাতিগোষ্ঠীর ট্রেডিশনাল যে ফ্যাশন কনসেপ্ট আছে, সেই জিনিসগুলো আমাদের দেশের জামাকাপড়ের কালচারে কীভাবে নিয়ে আসা যায় এ বিষয় নিয়ে কাজ করতে চেয়েছি। ভবিষ্যতেও এ নিয়ে কাজ করার পরিকল্পনা আছে। এর সূচনা হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করেছি।’
প্রদর্শনী শেষ হয়েছে ১৮ জানুয়ারি শনিবার রাত ৯টায়।