জাপানী পোশাক ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো’র বাংলাদেশে প্রতিষ্ঠার ১০ বছর হতে চলেছে ২০২০ সালে। নতুন বছরে পা রাখতেই প্রতিষ্ঠানটি ক্রেতাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে বিভিন্ন পোশাকে ৬৫%++ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। নির্দিষ্ট ডিজাইনের ছেলে ও মেয়েদের শার্ট, প্যান্টস্, টপস্, টিউনিক, পোলো শার্ট, টি-শার্ট, জিন্স, শীতের পোশাকসহ আরও বিভিন্ন আইটেমে ২৬ জানুয়ারি ২০২০ পর্যন্ত চলবে এ ছাড়।
২০১০ সালে বাংলাদেশে যাত্রার শুরু থেকেই স্বল্পমূল্যে আরামদায়ক পোশাক সরবরাহের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রামীণ ইউনিক্লো।
গ্রামীণ ইউনিক্লো এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বলেন, ‘গ্রামীণ ইউনিক্লো আজ বাংলাদেশের পোশাক বিক্রয় জগতে এক প্রতিষ্ঠিত নাম। কেবল ভোক্তাদের ভালোবাসা এবং প্রতিনিয়ত বিশ্বাস স্থাপনের মাধ্যমেই আমরা আজকের এই অবস্থানে এসে পৌছাতে পেরেছি। এ উপলক্ষে নতুন বছরের শুরুতে ভোক্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন সূচক ৬৫%++ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছি আমরা। আশা করি ক্রেতারা এই বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন।’
বর্তমানে দেশব্যাপী গ্রামীণ ইউনিক্লো’র ১৭টি আউলেট রয়েছে বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মিরপুর-০১, মোহাম্মদপুর রিং রোড, ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড়ে।