skip to Main Content
বিশেষ ছাড়ে স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফাইভজি

পরবর্তী প্রজন্মের স্মার্টফোনকে সবার জন্য আরও সহজলভ্য করতে জনপ্রিয় স্মার্টফোন গ্যালাক্সি এ৫৬ ফাইভজি -তে মূল্যছাড় দিয়েছে স্যামসাং। দুর্দান্ত সব ফিচার সমৃদ্ধ এ ফোন এখন ক্রেতারা ৯,৫০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। মূল্যছাড়ের পর স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বাজারমূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে রয়েছে প্রিমিয়াম সব ফিচার ও স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রযুক্তি, যা বাজারে মিড-রেঞ্জের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করেছে। বাড়তি সুবিধা পেতে ক্রেতারা ‘নেভারমাইন্ড’ অফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে মাত্র অল্প সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে। এ ছাড়াও, যারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও নামমাত্র সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।

স্মার্টফোনটির এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে থাকা যেকোনো কিছু সহজে ‘সার্কেল’ করে সার্চ করা যাবে; ফোনটির ক্রিয়েট ফিল্টারের মাধ্যমে ছবি নিজের মতো করে ‘পারসোনালাইজ’ করা যাবে। অবজেক্ট ইরেজার ফিচার ব্যবহার করে ছবি থেকে অনাকাঙ্ক্ষিত জিনিস মুছে ফেলা যাবে। ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার দিয়ে করা যাবে ‘প্রো-লেভেল’ ভিডিও এডিটিং। স্মার্টফোনটির এআই-পাওয়ারড পোর্ট্রেইটস নিশ্চিত করবে স্টুডিও কোয়ালিটির পোর্ট্রেইট ইফেক্ট।

এআই প্রযুক্তির পাশাপাশি, গ্যালাক্সি এ৫৬ ফাইভজি -তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। কম আলোতেও দারুণ ছবি তোলার জন্য রয়েছে উন্নত নাইটোগ্রাফি সুবিধা।

৬.৭ ইঞ্চির এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা উপভোগ করবেন চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির ফলে উপভোগ করবেন টানা মুভি বা সিরিজ দেখার আনন্দ। পাশাপাশি, শক্তিশালী পারফরমেন্স নিশ্চিতে স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ১৫৮০ প্রসেসর ও ইন-বিল্ট কুলিং সিস্টেম।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি এখন তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে– অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.samsung.com/bd/smartphones/galaxy-a/galaxy-a56-5g-awesome-lightgray-256gb-sm-a566ezacbkd/buy/

  • ক্যানভাস অনলাইন
    ছবি: স্যামসাং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top