সম্পাদকীয়
ক্যানভাস পদার্পণ করল একুশ বছরে। এমন আনন্দলগ্নে সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা।
২০০৫ সালে ক্যানভাসের যখন যাত্রা শুরু, তখন জেনারেশন মিলেনিয়ালের তারুণ্য। আর এখন জীবনের সেই সময়কাল উপভোগ করছে জেনারেশন জেড বা জেন-জি। দশক বদলের এই সময়কালে প্রজন্ম বদলের ঘটনাও ঘটেছে স্বভাবতই। প্রজন্মভেদে ফ্যাশন, স্টাইলেরও ঘটে পরিবর্তন; পড়ে তার ছাপ। বৈশ্বিক তো বটেই, দেশীয় পরিমণ্ডলেও ওই দুই প্রজন্মের ফ্যাশন সেন্স ও স্টাইলের মধ্যকার পার্থক্য ও সাদৃশ্যের ওপর আলোকপাত করা হলো এই বর্ষশুরু সংখ্যার কভারস্টোরিতে। ফ্যাশন সেগমেন্টে আরও রয়েছে সময়োপযোগী পোর্টফোলিও, টেকসই তত্ত্বে ছয়টি ‘আর’-এর তাৎপর্য, ঘর ও কার্যালয়ের তাপমানভেদে পরিধেয় বাছাইয়ের পরামর্শ ইত্যাদি। সঙ্গে বরাবরের মতো বর্ষপূর্তি সংখ্যা মানেই সব সেগমেন্টে নতুন কিছু বিভাগের প্রবর্তন।
সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষায় সানস্ক্রিন প্রলেপের সঠিক উপায় সন্ধানের পাশাপাশি বিউটি সেগমেন্টে জায়গা পেল মোগলপ্রাণিত নখসজ্জা, মাথার ত্বকে শীতল থেরাপি, ত্বকযত্নের সঙ্গে মানসিক সুস্থতার সংযোগ স্থাপনসহ বিভিন্ন জরুরি বিষয়ের হাজিরা। অন্যান্য নিয়মিত বিভাগ তো থাকছেই!
প্রোটিনের উৎস হিসেবে মুরগির মাংস আমাদের দৈনন্দিন জীবনে প্রায় নিয়মিতই জায়গা করে নেয়। চেনা স্বাদের বাইরে, চিকেনের পাঁচটি ভিন্নধর্মী ও সুস্বাদু রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। ‘ডিম আগে না মুরগি আগে’—বেশ পুরোনো অথচ মৃদু রসিকতাপূর্ণ এই বিতর্ক পাশ কাটিয়ে, মানুষের পাতে কখন থেকে জায়গা করে নিল ডিম—সেই ইতিহাসের অনুসন্ধান; চলতি সময়ে খাদ্য বাছাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব; প্রাচীন প্রস্তর যুগের খাদ্যাভ্যাসে উঁকি; মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর খাদ্যতালিকা প্রণয়নে পুষ্টিবিদের দিকনির্দেশনা ইত্যাদি বিষয়ও রয়েছে এই সেগমেন্টে।
বয়স ও অভিজ্ঞতার নিরিখে এক প্রজন্মের সঙ্গে আরেক প্রজন্মের বেশ কিছু বিষয়ে বিরোধ বা ব্যবধান থেকেই যায়, যা পুরোদস্তুর অস্বাভাবিক নয়। তবু তা যথাসম্ভব কাটিয়ে ওঠা কিংবা কমিয়ে আনা জরুরি। এ বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হলো এবারের এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রইল জনপ্রিয় তারকার একান্ত জীবনযাপনের গল্প, অ্যাক্রোবেট ওয়ার্কআউট অনুশীলনের উপকারিতা ও পন্থা, পূর্ব ইউরোপীয় দেশ আজারবাইজানের রাশিয়া সীমান্তঘেঁষা গ্রাম খিনালিকে ভ্রমণের কাহিনি, বিশেষ হাস্যরসাত্মক রচনা ইত্যাদি।
কখনো কখনো আনন্দমুখর সময়ের ওপরও চেপে বসে দুঃসহ বেদনার ভার! এমনই এক দুর্ঘটনা ঘটে গেছে ২১ জুলাই বেলা একটার দিকে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটেছে মারাত্মক হতাহতের ঘটনা। এমন ঘটনায় আমরা গভীর মর্মাহত ও শোকাহত। নিহতদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
সবার জীবনে নিরাপত্তা বিরাজ করুক।
