skip to Main Content

সম্পাদকীয়

আকাশে বিভিন্ন আকার ও বর্ণবিন্যাসে নীল মেঘের ভেলার ভেসে বেড়ানো দিন সঙ্গী করে বাংলার প্রকৃতিতে শরতের খেলা। সময়ের পরিক্রমায় হাজির দুর্গোৎসব। ক্যানভাসের সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীকে জানাই শারদীয় শুভেচ্ছা।
পূজা-পার্বণ তো বটেই, অনেক কিছুতে পঞ্জিকা অনুসরণের রেওয়াজ বেশ পুরোনো ও টেকসই। জীবনযাপনে এর প্রয়োগ ও প্রভাব ঘিরে সাজানো হলো এবারের কভারস্টোরি। গ্রেগরি ক্যালেন্ডারসূত্রে চলতি মাসেই আন্তর্জাতিক দাতব্য দিবস। দান-অনুদানের ওপর তাই আলোকপাত করা হলো এডিটর’স কলামে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে হালের জনপ্রিয় সংগীতধারা হিপ-হপের দেশি এক তারকার একান্ত জীবনের গল্প, অধুনা শরীরচর্চার প্রেরণামূলক রচনা, নিজ শরীরে থাকা কাল্পনিক খুঁত ঘিরে মারাত্মক মানসিক টানাপোড়েনে যারা ভোগেন, তাদের সেই সমস্যা থেকে উত্তরণে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ, মরক্কোর নীল শহরে ভ্রমণের গল্প, সাক্ষরতার চিত্র অনুসন্ধান প্রভৃতি।
পূজার দিনগুলোতে পবিত্রতার পরশে পোশাক নির্বাচন ঘিরে বিশেষ পোর্টফোলিও রইল ফ্যাশন সেগমেন্টের শুরুতে। আরও রইল আন্তর্জাতিক ফ্যাশন সিজনগুলোর আদ্যোপান্ত, গয়নায় এথনিক মোটিফের ব্যবহার, পরিজনের পুরোনো পোশাকে স্মৃতি খুঁজে বেড়ানোর কারণ সন্ধান ইত্যাদি।
শারদীয় উৎসবে অনেকের রাত কাটে পূজার নানা প্যান্ডেলে। রাত জাগার ছাপ স্বভাবতই পড়ে চোখে-মুখে। তা কাটানোর জন্য সঠিক ত্বকচর্চার উপায় জাহির করা হলো বিউটি সেগমেন্টে। গয়নার ভাষা বুঝে মেকআপ করা, পুরুষের প্রাচীন মেকআপ পদ্ধতি, নখ সাজাতে অ্যাক্রিলিকের সঙ্গে আলতার সংযোগ, মাথার ত্বক ডাবল ক্লিনজিংয়ের সঠিক দিকনির্দেশনাসহ রইল এই সেগমেন্টের নিয়মিত বিভাগগুলো।
যেকোনো উৎসবেই আয়োজন করে উদরপূর্তিতে বাঙালির জুড়ি নেই। আর উপলক্ষ যদি হয় পূজা, তাহলে তো কথাই নেই! এমন আয়োজনে মিষ্টান্ন পায় বিশেষ গুরুত্ব। চেনা-অচেনা মিলিয়ে পাঁচটি সুস্বাদু মিষ্টান্নের রেসিপি রইল ফুড সেগমেন্টের শুরুতে। আরও রয়েছে সন্দেশের প্রকার ব্যবচ্ছেদ, মৌর্য সাম্রাজ্যের খাদ্যাভ্যাস অন্বেষণ, প্রবীণের খাদ্যতালিকা ঘিরে পুষ্টিবিদের পরামর্শ ইত্যাদি।

সময় আনন্দে কাটুক সবার। মঙ্গল হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top