অ্যাডভার্টোরিয়াল I সুন্দরা বিউটির নতুন উপহার আজারো ফরএভার ওয়ান্টেড এলিক্সার
সুন্দরা বিউটি নিয়ে এলো বিশ্বখ্যাত পারফিউম ব্র্যান্ড আজারোর নতুন পারফিউম ‘আজারো ফরএভার এলিক্সার’
ঢাকার জেফায়ার রেস্টুরেন্টে এক জমকালো সন্ধ্যায় সুন্দরা বিউটি আয়োজন করেছিল বিশ্বখ্যাত পারফিউম ব্র্যান্ড আজারোর নতুন পারফিউমের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিউটি ও লাইফস্টাইল জগতের পরিচিত মুখ; যারা একসঙ্গে উপভোগ করেন নতুন পারফিউমের অভিজ্ঞতা। আজারোর নতুন ওয়ান্টেড কালেকশনে এবার এলো ফরএভার ওয়ান্টেড এলিক্সার।
আজারো ফরএভার ওয়ান্টেড এলিক্সার পারফিউমের শুরুতেই পাওয়া যায় র্যাসবেরির মিষ্টি ঘ্রাণ, যা মন কেড়ে নেয়। এরপর আসে এলাচির উষ্ণতা, যা একধরনের আকর্ষণীয় অনুভূতি তৈরি করে। আর শেষে, লেদারের ঘ্রাণে পাওয়া যায় এক বিলাসবহুল গভীর মিশ্রণ।
আজারোর পরিচিত বোতল এবার এসেছে সোনালি রূপে—ঝকঝকে ও নজরকাড়া। এটি শুধু একটি পারফিউম নয়, একধরনের স্টাইল স্টেটমেন্টও।
অনুষ্ঠানে আজারো পারফিউমের এক অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করেছেন অতিথিরা; সঙ্গে ছিল বেশ কিছু ইন্টার্যাকটিভ সেশন, পারফিউম ডিসকভারি সেশনসহ আরও অনেক এনগেজিং সেশন।
এই নতুন পারফিউম পাওয়া যাচ্ছে সুন্দরা বিউটির সব আউটলেট ও ওয়েবসাইটে—sundora.com.bd।
লেখা ও ছবি: সুন্দরা বিউটির সৌজন্যে
