শীত শুধু সিজন নয়; একটি অনুভূতি, নতুন রঙের ছোঁয়া আর নিজের স্টাইলকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ। বাংলাদেশের অন্যতম মডার্ন ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ চলে এসেছে তাদের বহুল প্রতীক্ষিত উইন্টার এডিট ’২৫ কালেকশন নিয়ে, যা আভিজাত্য ও সিম্পলিসিটির এক দারুণ মিশ্রণ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কালেকশনটি তৈরি করা হয়েছে আজকের প্রজন্মের কথা মাথায় রেখে, যারা এমন পোশাক চান যা ভার্সেটাইল, আরামদায়ক এবং দেখতেও সব সময় আকর্ষণীয়। সারা দিনের অফিস মিটিং থেকে শুরু করে সন্ধ্যার আড্ডা, উইন্টার এডিট ’২৫-এ আছে দারুণ সব লেয়ারড আউটফিট, নিখুঁত ফিটিং (স্ট্রাকচার্ড সিলুয়েট) আর হালকা, স্নিগ্ধ রঙের (মিউটেড আর্থি টোন) সমন্বয়, যা একই সঙ্গে মডার্ন ও স্টাইলিশ।

ব্লুচিজের চিফ অপারেটিং অফিসার ফজলে রাব্বি বলেন, “আমাদের উইন্টার এডিট ’২৫ কালেকশনটি সাধারণের মধ্যেই অসাধারণ সৌন্দর্য তুলে ধরার একটি চেষ্টা। আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি যা দেখতেও সুন্দর, পরতেও আরামদায়ক আর প্রতিদিন ব্যবহার করার মতো। আমরা বিশ্বাস করি, স্টাইলিশ হওয়া মানেই জটিল কিছু নয়; বরং এটা একটা সহজ, স্বাভাবিক সৌন্দর্য।”

এই কালেকশনে আছে দারুণ ফিটিংয়ের কোট, টেইলরড জ্যাকেট, নরম উলের পোশাক (নিটস) এবং এমনসব পিস (সেপারেটস), যা নানাভাবে মিলিয়ে পরা যায়। প্রতিটি পোশাকেই সূক্ষ্ম ডিজাইন ও নিখুঁত সেলাইয়ের কাজ চোখে পড়বে। ছাই, বাদামি আর গয়নার মতো উজ্জ্বল রঙের (জুয়েল টোন) হালকা শেডগুলো আপনাকে নিজের মতো করে লেয়ারিং বা স্টাইল করার সুযোগ দেবে। সেরা মানের কাপড় (প্রিমিয়াম ফ্যাব্রিক) ব্যবহার করায় এই পোশাকগুলো খুব আরামদায়ক, সহজে নষ্ট হবে না (টেকসই) এবং অনেক দিন টিকবে, যা আপনার ওয়্যারড্রোবের জন্য একটি পারফেক্ট ইনভেস্টমেন্ট।

ব্লুচিজ উইন্টার এডিট ’২৫ শুধু কিছু পোশাক নয়, এটি একটি কমপ্লিট লাইফস্টাইল স্টেটমেন্ট। এটি আপনাকে ভাবনা-চিন্তা করে পোশাক বাছাই করতে উৎসাহ দেবে। এই কালেকশন আপনাকে আপনার ব্যক্তিত্বকে একটা শান্ত, মার্জিত ফ্যাশনের মাধ্যমে তুলে ধরতে সাহায্য করবে। যেমন একটি সুন্দর ফিটিংয়ের ক্যামেল কোটের সঙ্গে একটি নরম নিট ড্রেস পরে আপনি অফিস থেকে সরাসরি সন্ধ্যার পার্টিতে চলে যেতে পারবেন। আবার, একটি হালকা ছাই রঙের ব্লেজারের সঙ্গে উজ্জ্বল রঙের ট্রাউজার পরলে আপনি একই সঙ্গে রিল্যাক্সড ও স্টাইলিশ লুক পাবেন।

এই কালেকশন ইতিমধ্যে ব্লুচিজের সব আউটলেটে (বনানী, যমুনা ফিউচার পার্ক ও চট্টগ্রাম) পাওয়া যাচ্ছে। আর যারা ঘরে বসেই শপিং করতে চান, তারা ভিজিট করতে পারেন www.blucheez.fashion ওয়েবসাইটে। দেশের যেকোনো প্রান্ত থেকে ফ্যাশনপ্রেমীরা সহজেই এই কালেকশনের পণ্য ক্রয় করতে পারবেন।

আউটলেট লোকেশন: https://blucheez.fashion/pages/blucheez-outlets এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম: www.blucheez.fashion।
- ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে

