ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আগামী শুক্র ও শনিবার (২৮ ও ২৯ নভেম্বর ২০২৫), সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণিল ওয়েডিং ফেস্টিভ্যাল ‘এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রিজেন্সি বিয়ে বাড়ির উৎসব’। বাঙালির বিয়ের ঐতিহ্য, রং, আবেগ ও আনন্দকে এক প্ল্যাটফর্মে তুলে ধরার উদ্দেশ্যে এ আয়োজন হবে নবদম্পতিদের জন্য এক অনন্য অভিজ্ঞতার উৎসব, প্রত্যাশা সংশ্লিষ্টদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিয়ে মৌসুম সামনে রেখে এই বিশেষ উৎসবে থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, ব্যাঙ্কুয়েট ছাড়, ক্যাটারিং অফার, ডেকোরেশন সল্যুশন, ফটোগ্রাফি ডিলসহ আরও নানা সুযোগ-সুবিধা, যা আগামীর স্বপ্ন সাজাতে সহায়তা করবে।
উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে সংস্কৃতিক পরিবেশনা, লাইভ এন্টারটেইনমেন্ট এবং বর্ণাঢ্য ফ্যাশন শো, যেখানে প্রদর্শিত হবে নবীন-প্রবীণ ডিজাইনারদের ট্রেন্ডি ব্রাইডাল ও গ্রুম কালেকশন। রং, আলো আর সুরের মেলবন্ধনে সাজানো এই ফ্যাশন শো দর্শকদের জন্য হবে এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। এই ফেস্টিভালের সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্ট হচ্ছে শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিত্রনায়িকা বুবলির উপস্থিতি।

এ ছাড়া দেশের বিখ্যাত ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে; জুয়েলারি, কুটিউর, বিউটি, ইভেন্ট ডেকোর, লাইফস্টাইল প্রোডাক্ট থেকে শুরু করে হোম এসেনশিয়ালস পর্যন্ত সবকিছুই থাকবে এক ছাদের নিচে। এতে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন এবং পাবেন উৎসব উপলক্ষে বিশেষ অফার।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সকল নবদম্পতি, পরিবার ও বিয়ের আয়োজনপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে এই রঙিন উৎসবের অংশ হতে, যেখানে ঐতিহ্য মিশে যায় আধুনিকতার সঙ্গে এবং প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথচিহ্ন। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৩৩২৬৮২ নম্বরে অথবা ভিজিট করতে পারেন https://www.facebook.com/share/1BfniLrAsC/।
- ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সৌজন্যে

