ত্বকচর্চায় ময়শ্চারাইজার হচ্ছে মাস্ট হ্যাভ আইটেম। গ্রীষ্ম, বর্ষা বা শীতÑ বছর ঘুরে সময় বদলালেও বিউটি বক্সে অপরিবর্তনীয় ময়শ্চারাইজার। শুধু বদল ঘটে এর ফর্মুলার। ত্বক ভেদেও পাল্টায় ময়শ্চারাইজার বেছে নেয়া এবং তা ব্যবহারের ধরন। ইচ্ছে করলে বাসায় বসেই তৈরি করে নেয়া যায় ত্বকচর্চার অত্যাবশক এ উপাদানটি। এর জন্য খুব বিশেষ কিছুর প্রয়োজনও পড়ে না। আর সবচেয়ে বড় সুবিধা ঘরোয়া ময়শ্চারাইজারে পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় নেই। খুব সহজে তৈরি করে নেয়া যায়। খরচও নেই বললেই চলে। নারকেল তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল সমপরিমাণে নিয়ে একসঙ্গে মিশিয়ে এয়ারটাইট কন্টেনারে পুরে রাখুন। প্রতিদিন গোসলের পর সারা শরীরে ভালো করে মাখিয়ে নিন। ময়শ্চারাইজার হিসেবে দারুন কাজ করবে। মিশ্রণটি ফ্রিজে সংরক্ষণও করা যায়। প্রয়োজনমতো বের করে ব্যবহার করুন। যাদের ত্বক একটু বেশি শুষ্ক তারা নারকেল তেলের সঙ্গে কোকোয়া বাটার মিশিয়ে তা মাখতে পারেন। নিয়মিত এই ময়শ্চারাইজার ব্যবহারে কনকনে শীতেও ত্বক থাকবে মখমলি, মোলায়েম। এর পাশাপাশি গোলাপের পাপড়ি, আমন্ড অয়েল, কোকোয়া বাটার এক সঙ্গে মিশিয়ে অল্প আঁচে গরম করে নিন। মিশ্রণটি ঠা-া হলে এয়ারটাইট জারে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে ব্যবহারের জন্য ময়শ্চারাইজিং হ্যান্ড এন্ড ফুট ক্রিম তৈরি বাসায় বসেই।
Related Projects