সম্পাদকীয়
শীত জেঁকে বসার পরপরই শুরু হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারের নতুন বছর। দিন ছোট হয়ে এলো, রাত বড়। শীতের প্রভাবে বদলে গেছে লাইফস্টাইল, পোশাক-আশাক আর সৌন্দর্যচর্চার ধারা ও পদ্ধতি। এটা আজ আমরা ভাবতে পারছি, কারণ শীতের কবলে পড়া অসহায় মানুষের সংখ্যা বাংলাদেশে গত কয়েক বছরে লক্ষণীয়ভাবে কমেছে। অর্থনৈতিক জীবনের একটা ইতিবাচক বদল ঘটেছে বলেই সম্ভব হয়েছে এমনটি। এখন অনেকেই এই মৌসুমের জন্য অপেক্ষা করেন। এই যে শীতকালের প্রতিকূল চেহারা অনুকূল হয়ে উঠলো, তাতে এ দেশের মানুষের বিপুল প্রাণশক্তি, অদম্য ইচ্ছা আর ধারাবাহিক পরিশ্রমের দানই বেশি।
নতুন বছর ক্যানভাস শুরু করছে জেড জেনারেশন নিয়ে। এখন চলছে টেকনো প্রজন্মের কাল। আজকে যারা তরুণ, শৈশব থেকেই তারা দেখে এসেছে নতুন নতুন প্রযুক্তি, ডিভাইস আর গ্যাজেটের জগৎ। ডিজিটাল টেকনোলজির বিচিত্রমুখী ধারণা ও অভিজ্ঞতার মধ্যে তাদের বেড়ে ওঠা। সর্বসাম্প্রতিক এই প্রজন্মের যাপনচিত্র দেখানোর প্রয়াস করা হয়েছে এবারের কভারস্টোরিতে।
শীতের এই মৌসুম কেমন করে আরও উপভোগ্য হতে পারে, সেই ভাবনায় সাজানো হয়েছে এবারের ক্যানভাস। লাইফস্টাইলের বিভিন্ন বিষয়ে তো বটেই, ফ্যাশন ও সৌন্দর্য-সম্পর্কিত নানা রচনায় তা আপনাদের বোধগম্য হবে, আশা করি। এসবের বাইরে বিশেষ আয়োজন হিসেবে থাকছে নতুন বছরের এক্সপেরিমেন্টাল রেসিপি, পাতায় রূপচর্চা, অ্যান্টি-ফ্যাশন, পাতার থালা ইত্যাদি।
সম্প্রতি আমরা হারিয়েছি দেশের তিন গুণী ও কৃতীজনকে। তাঁরা হলেন বিশিষ্ট চলচ্চিত্রকার আমজাদ হোসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন এবং স্বনামধন্য চলচ্চিত্র সম্পাদক ও পরিচালক সাইদুল আনাম টুটুল। বাংলাদেশের শিল্পাঙ্গনে এই তিনজনের অবদান বিশেষভাবে স্মরণযোগ্য। তাঁদের প্রতি গভীর ও আন্তরিক শ্রদ্ধা জানাই।
নতুন বছর সবার জন্য সুখকর ও সার্থক হোক।