ফরহিম I কপালকুন্তল
হেয়ার কাট নির্বাচন করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলের বৃদ্ধি আর চেহারার গঠনের ওপর। এতে মুখশ্রীর বিশেষত্ব ও স্বকীয়তা আরও ভালোভাবে ফুটে উঠবে, পাশাপাশি খুঁতগুলো ঢেকে যাবে পুরোপুরি। যাদের কপাল বেশ বড় কিংবা দূষণ আর বয়সের জন্য সামনের চুল পড়ে যাচ্ছে, তাদের জন্যও রয়েছে ভিন্ন ধরনের কাট। আবার এমন কাটও আছে, যা শুধু বড় কপালের ছেলেদেরই মানায়!
দ্য সিজার
প্রাচীন রোমান সম্রাট জুলিয়াস সিজারের হেয়ারস্টাইল থেকে এই কাটের উৎপত্তি। ধারণা করা হয়, কমতে থাকা হেয়ারলাইন ঢাকতেই তিনি এমন একটা কাট দিতেন, যাতে বড় কপাল ছোট দেখায়। চুল ছোট করে কেটে বেবি ফ্রিঞ্জ স্টাইলে তা সামনের দিকে আঁচড়ে রাখলেই হলো। ফলে হেয়ারলাইন স্বাভাবিকভাবে একটু নিচে দেখা যায়। এটি প্রায় সব ধরনের ফেস শেপেই মানিয়ে যায়।
দ্য মাচো সাইড সুইফট
এই হেয়ারকাট তাদের জন্য, যাদের কপাল ‘বি’ শেপের। হালের জনপ্রিয় একটি কাট। এতে দুপাশের চুল খুব পরিষ্কারভাবে শেভ করা থাকে এবং মাঝের চুল উপরে নিয়ে একদিকে ফেলে রাখা হয়। মাচো লুক দেওয়ার পাশাপাশি এটা ‘বি’ শেপড কপালকে হেয়ারস্টাইলেরই একটা অংশ হিসেবে তুলে ধরবে।
ফ্রেঞ্চ ক্রপ
বড় কপাল ঢাকতে ফ্রেঞ্চ ক্রপ স্টাইলের কোনো বিকল্প নেই। এই হেয়ারকাটে পেছনের এবং দুপাশের চুল অপেক্ষাকৃত ছোট রেখে সামনের চুল বড় রাখা হয়। আর সামনের বড় চুল আঁচড়ে সামনে নিয়ে আসা হয়। বড় হয়ে সামনে পড়ে থাকার ফলে হেয়ারলাইন দেখা যায় না। এ জন্যই যাদের বড় কপাল, তাদের জন্য এটা একটা পছন্দসই হেয়ারস্টাইল।
দ্য সুপার লং পাফ
বড় কপালের ফেসে অনেক ধরনের পাফ হেয়ারস্টাইল করা গেলেও এটিই সেরা। যেমন সৃজনশীল দেখতে, তেমনি মাচো এবং পরিণত একটা লুক এনে দেয় এই স্টাইল। এতে দুপাশের চুল ট্রিম করা থাকে। আর মাঝের চুল লম্বা রেখে কেটে ব্যাক ব্রাশ করা হয়।
মিলিটারি কাট
মিলিটারি কাট চেহারায় একটা ক্ল্যাসিক আর ভিন্টেজ লুক নিয়ে আসে। এই হেয়ারকাট সোজা চুলেই বেশি মানানসই। এ ক্ষেত্রে দুপাশের চুল ইলেকট্রিক ক্লিপার দিয়ে ছেঁটে উপরের চুল একটু বড় করে কাঁচি দিয়ে কেটে রাখা হয়। হেয়ার কাট এমনভাবে করতে হয়, যাতে দুই আকারের চুলের মিশেলটা ভালো হয় এবং চোখে না পড়ে। সাধারণ আর্মি কাটের মতো দেখা গেলেও এটা বড় কপালের ফেসের সঙ্গে মানিয়ে যায়।
লং অ্যান্ড লেয়ারড
যারা চুল বড় রাখতে পছন্দ করেন, কিন্তু কপাল বড় হওয়ায় বুঝে উঠতে পারেন না যে এটা মানাবে কি না, তারা এই ওয়েভি স্টাইলটি করে দেখতে পারেন। এই স্টাইল অতি সাধারণ, কোনো বিশেষ কাটের প্রয়োজন নেই। শুধু চুল বড় করে একটু ওয়েভি ভাব নিয়ে এলেই হবে।
মোহক অ্যান্ড মোল্ডেড মোহক
বর্তমানে মোহক স্টাইলের কদর ব্যাপক। এতে দুপাশের চুল স্বাভাবিকের চেয়ে একটু বেশি কেটে মাঝের চুল চোখে পড়ার মতো লম্বা করে উঁচু রাখা হয়। এই হেয়ারকাট বড় কপালে ভালো মানায়। মোহক বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেগুলোর মধ্যে মোল্ডেড মোহক অনেকেরই পছন্দ। এতে মাঝের চুল পুরোপুরি খাড়া না করে কিছুটা ভেতরের দিকে গোলাকৃতি রাখা হয়।
দ্য ক্ল্যাসিক জনি ব্রাভো
জনি ব্রাভো কার্টুন ক্যারেক্টারটির মাথায় বেশি বুদ্ধি না থাকলেও আকর্ষণীয় এক গোছা চুল ছিল বটে! আর সেই হেয়ারকাট অনেকেই নিজের চুলে করে আসছেন বহু সময় ধরে। বড় কপালের ছেলেদের জন্য এটি খুবই উপযোগী। সামনের লম্বা হেয়ার পাফ কপালের আয়তনের সঙ্গে বেশ মানিয়ে যায়। চেহারায় একটা আত্মবিশ্বাসী ভাব ফুটিয়ে তোলে।
শিরীন অন্যা
মডেল: মুন্না
মেকওভার: পারসোনা মেন্জ
ছবি: ক্যানভাস