বিউটি সার্ভিস I স্পা স্পেশাল ক্লিনজিং
নিয়মিত পরিচর্যা ত্বকচর্চার আবশ্যকীয় অংশ। মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এক্সফোলিয়েটিং আর সান প্রোটেকশন ইত্যাদি। ত্বক সুস্থ রাখার জন্য। পরিচর্যার শুরুটাই কিন্তু পরিচ্ছন্নতা দিয়ে। ঘুম থেকে উঠে, ঘুমাতে যাবার আগে কিংবা বাইরে থেকে ফিরে ত্বক তো পরিষ্কার করা হয়ই। এমনকি যেকোনো ধরনের ফেশিয়াল ট্রিটমেন্টের শুরুটাও হয় ত্বক পরিষ্কারের মাধ্যমে। তাই ত্বকচর্চার অতি গুরুত্বপূর্ণ এ ধাপ নিয়ে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করেন সৌন্দর্য বিশেষজ্ঞরা। ফলাফল— হরেক রকম ত্বক পরিষ্কার করার পণ্য মিলে যায় হাতের নাগালে। সেই সঙ্গে মিলছে বিশেষায়িত ট্রিটমেন্টও। যেমন— স্পা স্পেশাল ক্লিনজিং ফেশিয়াল। মূলত ত্বক পরিষ্কারের পদ্ধতিকে আরও ফলপ্রদ করে তোলা এই ফেশিয়ালের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে ত্বকের ধুলা-ময়লা আর মৃতকোষ তো দূর হয়ই, সঙ্গে দূর হয় জমতে থাকা ক্ষতিকর মাইক্রোবস আর দূষণ। ত্বক হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ। সাধারণ স্যালনেও করে নেওয়া যায় এ ট্রিটমেন্ট। যারা ত্বককে বিশেষায়িত সেবা দিতে চান, তাদের জন্য স্পার স্পেশাল ক্লিনজিং ফেশিয়ালই সেরা অপশন। ফেশিয়ালের শুরুতেই ফুলের পাপড়ি দেওয়া উষ্ণ গরম পানিতে পা ধুয়ে নিয়ে ক্লায়েন্টদের অভ্যর্থনা জানানো হয়। এতে করে পা তো পরিষ্কার হয়ই, সঙ্গে শরীর রিলাক্সড হয়ে আসে। তারপর শুরু হয় ফেশিয়ালের মূল প্রক্রিয়া। গ্লাইডিং, নিডিং আর ফ্রিকশন স্ট্রোকের ম্যাসাজ দিয়ে। মুখ, মাথাসহ শরীরের উপরিভাগের অংশে চলা এই প্রক্রিয়া ক্লান্তি দূর করতে দারুণ। মিনিট পাঁচেক চলে ম্যাসাজ। তারপর ত্বকে মাখানো হয় বিশেষ ধরনের ক্লিনজার। অভিনব সব পদ্ধতিতে পাঁচ মিনিট ম্যাসাজ করা হয় ত্বকে, যা গভীর থেকে তেল, ময়লা আর দূষণ দূর করতে সাহায্য করে। ক্লিনজার পরিষ্কারের পরপরই ফেশিয়ালটির জন্য উপযোগী করে তৈরি হারবাল স্ক্রাব ব্যবহারের পালা। এটি রক্তসঞ্চালন বাড়ায়, ত্বককে করে তোলে দাগছোপমুক্ত। দূর করে মৃতকোষ। ক্লিনজিং স্ক্রাবিং সেরে নিয়ে ব্ল্যাকহেডস রিমুভ করা হয় সুদক্ষ হাতে, ত্বকের ক্ষতি না করে। ফলে পরিষ্কারের পাশাপাশি পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত হয় ত্বক। তারপর আবার ম্যাসাজের পালা। বিশেষ ধরনের ম্যাসাজ ক্রিম দিয়ে দশ মিনিট ম্যাসাজ করা হয় ত্বক। এর ফলে কোষগুলো উদ্দীপ্ত হয়। ভেতর থেকে পরিপুষ্ট হতে শুরু করে ত্বক। দেখায় দারুণ পরিষ্কার আর উজ্জ্বল। তারপর দেওয়া হয় প্যাক। দুই ধরনের অপশন থাকে ক্লায়েন্টদের জন্য। ব্যানানা অথবা মাডের মধ্যে যেকোনো একটি মাখিয়ে দেওয়া হয় ত্বকে। ধরন এবং সমস্যা বুঝে নিয়ে। ব্যানানা মাস্ক ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। অতিরিক্ত তেলে ভাব দূর করে, কমায় অ্যাকনে। বুড়িয়ে যাওয়া রোধে সহায়ক, দাগছোপ কমাতেও কার্যকর। অন্যদিকে মাড মাস্কে থাকা অ্যাবসরবেন্ট প্রোপার্টি ত্বকের দূষণ দূর করে একদম গভীর থেকে। ফলে দাগছোপ তৈরির সুযোগই মেলে না ত্বকে। মৃতকোষ সারাই করে। এতে থাকা মিনারেল ত্বকে জোগায় জরুরি পুষ্টি। ত্বককে করে তোলে টান টান। পনেরো থেকে বিশ মিনিট পর প্যাক তুলে ত্বকে মাখানো হয় টোনার। হাজার থেকে পনেরো শ টাকা খরচ হবে এ ফেশিয়াল করাতে। বোনাস হিসেবে এর সঙ্গে হাত-পা অথবা ব্যাক স্ক্রাবিংয়ের সুযোগও থাকছে ক্লায়েন্টদের জন্য। ঘণ্টাখানেক সময় হাতে থাকলে যে কেউ করিয়ে নিতে পারবেন সর্বসাম্প্রতিক এ ফেশিয়াল।
জাহেরা শিরীন
মডেল: সিম্মি
ছবি: ক্যানভাস