skip to Main Content

একঝলক

কুহু প্লামন্দনের সেমিনার

ইনোভেশন ইন উইভিং: ফিচারিং আর্কিটেকচার অ্যান্ড ফ্লাওয়ার অব বাংলাদেশ, আ টক বাই কুহু প্লামন্দন, আ সেমিনার ফর হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। এ নামেই ২৬ আগস্ট সোমবার নগরীর গুলশান ১-এর সিটি আলো সেন্টারে হয়ে গেল ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দনের সেমিনার। সেমিনারে শান্তা-মারিয়াম ও বিজিএমইএর ফ্যাশনের বেশ কজন শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন কয়েকজন তাঁতি। কুহু প্লামন্দনের সঙ্গে উপস্থিত ছিলেন মানতাশা মুহিত ও কনকচাঁপা চাকমাসহ অনেকে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে জামদানির নকশা নিয়ে আলোচনা করেন কুহু। এ ছাড়া শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশনের দ্বিতীয় প্রদর্শনী

এ দেশের মৃতপ্রায় ঐতিহ্যকে পুনরুদ্ধারের কাজ করে যাচ্ছে বাংলাদেশ হেরিটেজ ক্র্যাফটস ফাউন্ডেশন। গত বছরের ১২ মে গুলশানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানটির প্রথম প্রদর্শনী। এ বছর ২৩ ও ২৪ আগস্ট দুদিনব্যাপী আয়োজন করা হয় দ্বিতীয় প্রদর্শনী।
প্রায় সব ধরনের ঐতিহ্যবাহী কারুপণ্য স্থান পায় প্রদর্শনীতে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় খাবার যেমন ঢাকাই পনির, বাকরখানি, পিঠার সমাহারও ছিল আয়োজনে। জামদানি, রাজশাহী সিল্ক, মসলিন ইত্যাদির মতো দেশীয় তাঁত পণ্যসমূহও প্রদর্শিত হয়। প্রদর্শনীটিতে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে দুদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

১০ বছরে দেশী দশ

দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে ২০১৯ সালে ২০ আগস্ট যাত্রা শুরু করেছিল ‘দেশী দশ’। এরপর চলে গেছে দশটি বছর। বাংলাদেশের ফ্যাশন-অনুরাগীদের ভালোবাসায় এই উদ্যোগ শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ১০টি ফ্যাশন হাউজ—নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি দেশী দশ-এর সদস্য।
গুলশান শোরুমে দেশী দশের উদ্যোক্তারা কেক কেটে অনাড়ম্বরভাবে দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দেশীয় ফ্যাশনকে এগিয়ে নিতে সবার অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দেশী দশের উদ্যোক্তারা জানান, ১০ বছর পূর্তি উপলক্ষে বসুন্ধরা সিটির দেশী দশ নতুন সাজে সাজবে।

স্পা ট্যুর দ্য রেইনবো ফটোগ্রাফি এক্সিবিশন

ড্রিংকিং ওয়াটার স্পা তৃতীয়বারের মতো আয়োজন করেছে স্পা ট্যুর দ্য রেইনবো ফটোগ্রাফি কম্পিটিশন। এটি এর তৃতীয় সিজন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ফটোগ্রাফাররা তাদের তোলা ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এবং প্রকৃতির সতেজ ও প্রাণবন্ত ছবি জমা দিতে ভিজিট করতে পারেন www.spatourderainbow.com ওয়েবসাইটে।
সেরা ১২০টি ছবি নিয়ে আয়োজন করা হবে একটি ফটোগ্রাফি এক্সিবিশন। এ ছাড়া প্রথম ১৫ জন বিজয়ী পাবেন দেশসেরা স্বনামধন্য ফটোগ্রাফারদের সঙ্গে মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৩ রাত ৪ দিন ঘুরে আসার সুযোগ। ভ্রমণের সময়গুলোতে তারা ফটোগ্রাফারদের নিবিড় সান্নিধ্যে থেকে ফটোগ্রাফিবিষয়ক খুঁটিনাটি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top