এই শহর এই সময় I জীবনের অভিব্যক্তি
আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে অনুষ্ঠিত হয় শারমিন জামানের ‘জীবনের অভিব্যক্তি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। চিত্র প্রদর্শনীর কেন্দ্রভূমিতে ছিল বাংলাদেশের নারী। পরিবার বা সমাজের প্রতিকূল চোরাস্রোতের সঙ্গে একজন নারীর জীবনব্যাপী সংগ্রাম যেন আরেক অগ্নিপরীক্ষায় গাঁথা, যা শিল্পী তার ক্যানভাসে তুলে ধরতে চেয়েছেন। রঙ ও তুলির সঙ্গে তার সম্পৃক্ততার পেছনে প্রথম ও প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে, তা হলো প্রকৃতি। বাংলাদেশ রঙের দেশ এবং মৌসুমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, এসব রঙ পরস্পরের মেলবন্ধনে সৃষ্টি করে নতুনতর রঙের! তাই তো রঙ ও জমিনে এত ঋদ্ধ তার চিত্রকর্ম। কোনো প্রাচীন বৃক্ষের বাকল অথবা নোনাধরা কোনো দেয়াল তার কাছে ভিন্ন ভিন্ন একেকটা গল্প। এই কাহিনিগুলো বিবর্তিত হয় ক্ষুদ্রাতিক্ষুদ্র দৃশ্যে এবং সেই ‘রঙের বিচ্ছুরণ’কে ধরে রাখবার চেষ্টা করেন তিনি তার শিল্পকর্মে। এটি শিল্পীর দ্বিতীয় একক প্রদর্শনী।
অন্যদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের টেকেরহাট দোসরপাড়ায় আয়োজন করা হয় ‘পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ’। ১৫তম এই আসরে টানা ২৪ ঘণ্টা চলে লালনগীতির আসর। এবারের সাধুসঙ্গে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদ্মহেম ধামের সভাপতি শাহ সুফি দরবেশ নহির শাহসহ সাধুসঙ্গে লালন সাঁইয়ের দর্শন ও বাণী পরিবেশন করেন কুষ্টিয়াসহ সারা দেশের বাউল, সাধক, গুরু ও মহাজনেরা।
১৮ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়, দেশের খ্যাতনামা নৃত্যশিল্পী জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার কত্থক নৃত্যসন্ধ্যা। যার নামকরণ করা হয় ‘আইসিসিআর স্কলারস ইভনিং-কত্থকের রঙ’। যৌথভাবে এটির আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। নৃত্যানুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলাদেশের শিবলী মোহাম্মদ। নাচে অংশগ্রহণ করবেন শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চলের শতাধিক শিল্পী। শিবলী ও নীপা জানান, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের স্কলারদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসসহ দেশের বিশিষ্ট ও বরেণ্য ব্যক্তিবর্গ।