সঙ্গানুষঙ্গ I পিন ইজ ইন
নব্বইয়ের প্রভাবে ট্রেন্ডে ঢুকেছে পিন। নতুন করে। ব্যতিক্রমী হেয়ারস্টাইলিংয়ের জন্য
গত দশকের শেষের কয়েকটি বছর ধরে হেয়ারস্টাইলে বিভিন্ন রকমের অ্যাকসেসরিজের খুব চল দেখা যাচ্ছে। বেশির ভাগই নব্বই দশক অনুপ্রাণিত। এর ভেতর এগিয়ে আছে নানা ধরনের হেয়ার পিনস, ক্লিপ আর ব্যারেট। এগুলো এখন ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দ।
পিন
হেয়ার পিনের কথা বললে সবার আগে আসবে ববি পিনের কথা। প্রাচীনকালে দূরপ্রাচ্যে মেয়েরা চুল আটকাতে যে ধারালো পিন ব্যবহার করত, তারই রূপান্তর ববি পিন। আমাদের দেশের অনেকে একে পার্লার ক্লিপ বলে। কারণ, পার্লারে নানা রকমের কেশসজ্জায় কালো রঙের এই জিনিসটি ব্যবহার হয় খুব। নব্বই দশকে দেখা যেত মেয়েরা স্কুলে যাওয়ার সময় চুলে বেণি বা ঝুঁঁটি করে দুই সাইডে পিন লাগাত। অনুষঙ্গটি সব সময়ই ছিল। তবে এখন নানা রঙের নানা ঢঙের ববি পিন পাওয়া যাচ্ছে। লাল, নীল, আকাশি, গোলাপি ছাড়াও সোনালি ও রুপালি রং খুব চলছে। প্রিন্ট, মুক্তা বা পাথরে সাজানো ববি পিনও বেশ দেখা যাচ্ছে। মোটিফে আছে তারা, পাতা, হৃদয়, বো টাই। ব্যবহারের ধরনে এসেছে বেশ নতুনত্ব। দুই পাশে বা এক পাশে সিঁথি করে দুটি নয়, একসঙ্গে একই রকম বা নানা ডিজাইনের অনেকগুলো ববি পিন পরা হচ্ছে খুব। সব ধরনের পোশাকের সঙ্গেই পরা যেতে পারে এটি। তবে পার্টিওয়্যার বা গর্জাস পোশাকের সঙ্গে সোনালি, রুপালি, মুক্তা, পাথর বা ক্রিস্টালের এ পিন ভালো মানায়।
হেয়ার ক্লিপ
ছোট বড় যেকোনো চুলের জন্যই হেয়ার ক্লিপ বা ব্যারেট আদর্শ অনুষঙ্গ। গত বছরের সব কটি ফ্যাশন উইকের স্ট্রিট স্টাইলসহ রানওয়েতে ডেকোরেটিভ হেয়ার ক্লিপের ব্যবহার খুব দেখা গেছে। এ বছরও ধারাটি বজায় থাকবে। ব্যারেটের চিরায়ত নকশার পাশাপাশি দেখা যাচ্ছে নতুন কিছু ডিজাইন। ফ্যাব্রিক ও রিবন কভারড আর মুক্তা ও পাথরখচিত ব্যারেট বা হেয়ার ক্লিপের ব্যবহার বেড়েছে। সাধারণ পোশাকের সঙ্গে এমন অনুষঙ্গ দিয়ে সহজেই লুকে একটি আকর্ষণীয় স্টাইল স্টেটমেন্ট আনা যায়। এ ছাড়া বিভিন্ন রকমের জনপ্রিয় শব্দের ডুডল জায়গা করে নিয়েছে ব্যারেটের ওপরের অংশে। পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে বেশি মানালেও যদি কেউ স্টাইলে বোল্ড স্টেটমেন্ট তৈরি করতে চায়, তাহলে শাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে নির্দ্বিধায় এ ধরনের ব্যারেট বা হেয়ার ক্লিপ পরা যেতে পারে।
বৃষ্টি
মডেল: নাজিয়া
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন