কুন্তলকাহন I এ থ নি ক এ লি গে ন্স
হাল ফ্যাশনে দারুন দুরস্ত এসব হেয়ারস্টাইল। ফ্যাশন উইকগুলোর ব্যাকস্টেজ, বিশ্বের বিখ্যাত সব আয়োজনের লালগালিচা আর ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা। তাই বলে কি শুধু পাশ্চাত্য ঘেঁষা সাজের সঙ্গে এর জোড় জমজমাট? তা নয়! বরং প্রাচ্য প্রাণিত, নিপাট সাজপোশাকে কেতাদুরস্ত হয়ে উঠতেও অতুলনীয়। রোজকার দিন থেকে উৎসব উদযাপনে। একদম ছোট করে ছাঁটা চুল থেকে কোমর পেরোনো এলোকেশে করে নেওয়া যায় অনায়াসে। হোক তা ঢেউ খেলানো কিংবা কোঁকড়া। লিখেছেন জাহেরা শিরীন
ওয়্যারড্রোব ও জুয়েলারি: কিউরিয়াস
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন
বোহো বেশে
সাজে কেয়ারলেস ক্ল্যাসিক ভাইব তৈরিতে বোহেমিয়ান হেয়ারস্টাইল সেরা। তবে তাতেও মেয়েলি মায়া ধরে রাখতে চাইলে মিল্কম্যান ব্রেইড আদর্শ। একই সঙ্গে বেণী এবং খোঁপার মিশেলে তৈরি হওয়ায় লুকের এসঘেয়েমি কাটিয়ে প্লেফুল দেখাতে চমৎকার। দেখতেই শুধু জটিল, করে নেয়া যায় সহজে, চটজলদি, ইতিহাসের পাতায় পাশ্চাত্য প্রধান হলেও এখন এশিয়ান এথনিক স্টাইলের সঙ্গে এর জোড়ের জনপ্রিয়তা এড়িয়ে যাওয়ার উপায় নেই একদম!
মডেল: সূর্য
কর্ণরোতে কেয়ারাত
পাশ্চাত্যে ইতিমধ্যেই অন ট্রেন্ড হেয়ারস্টাইলের তালিকায় ঢুকে গেছে এর নাম। প্রাচ্যের খবর কি? ইতিবাচক। সমকালীন ট্রেন্ডে ঘেঁটে তৈরি সমীক্ষা থেকে তাই প্রমাণিত। শাড়ি থেকে লেহেঙ্গা, কামিজ আর কুর্তার মত এথনিক পোশাকের সঙ্গে এখন অহরহই করতে দেখা যাচ্ছে কর্ণ রো ব্রেইড। মাথার একদম তালু ঘেঁষে করা হয় বেণী। আন্ডারহ্যান্ড টেকনিক। নিট রো তে। পেছনের চুল কখনও বাধা, কখনও খোলা। পছন্দ অনুযায়ী, পোশাক মেনে। এক্সপেরিমেন্টাল এথনিক লুক তৈরিতে।
মডেল: নাজিয়া
বাধা নেই ববে
অ্যাসিমেট্রিক থেকে অ্যাঙ্গুলার কিংবা শর্ট থেকে লং- গেল কয়েক বছরে সৌন্দর্যবিশ্বে দাপুটে রাজত্ব ছিল বব হেয়ারস্টাইলের। সময় এখন আও এক ধাপ এগোবার। তাই করেছেন বিশ্বের সেরা হেয়ারস্টাইলিস্টরা। ক্লাসিক ববকে দিয়েছেন আন্ডারকাটের টুইস্ট। তার স্টাইলিংয়েও দেখা যাচ্ছে নতুনত্ব। পুরো চুলটাকে আঁচড়ে একপাশে সেট করে নেয়া হচ্ছে। ঘনত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গে আন্ডারকাটের সুস্পষ্টতা বাড়াতে। বোল্ড আর বিউটিফুল দেখাতে।
মডেল: মাহেনাজ
লবে লাবণী
বব থেকে সৃষ্ট। কিন্তু জনপ্রিয়তায় বহুগুণ এগিয়ে। ববের থেকে দৈর্ঘ্যে বড় হওয়ায় নামকরণটা এমন। লং বব বা লব। এরও রয়েছে নানান নিরিখপ্রাণিত রূপ। যার মধ্যে আঙুলের লব শীর্ষে। এতে পেছনের চুল ছোট রাখা হয়। তার সঙ্গে সামঞ্জস্যতার সামনের চুল সামান্য বড় রাখাই নিয়ম। হেয়ারস্টাইলে তেরছা ভাব তৈরিই এই কাটের সিগনেচার স্টাইল। সঙ্গে মাথার মাঝবরাবর সটান সোজা সিঁথি জুড়ে দিলেই এথনিসিটি এট ইটস বেস্ট। এথনিক পোশাক আর জুয়েলারির সঙ্গে সিম্পল ইয়েট স্টাইলিশ দেখাতে।
মডেল: জাকিয়া