হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাবধানতা
করোনায় আক্রান্ত হওয়া থেকে নিজেকে নিরাপদ রাখতে হাত ধোয়ার কথা বরাবরই বলে আসছেন বিশেষজ্ঞরা। সেই সূত্রে ঘরে ঘরে শুরু হয়েছে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার। পকেট স্যানিটাইজার নিয়েও ঘুরছে সাধারণ মানুষ। তবে এটি ব্যবহারে কিছু বিষয় খেয়াল রাখতে হয়। যেমন, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাতে সেটি ব্যবহার করা ভালো। দুই তালুতে ব্যবহারের সময় যেন তা আঙুলের ফাঁকেও প্রবেশ করে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
বাজার এখন স্যানিটাইজারে সয়লাব। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো বিক্রির চেষ্টা করতে পারে। তাই, কেনার আগে মেয়াদ দেখে কেনা উচিত। হাতে খুব বেশি ময়লা কিংবা অন্য কোনো রাসায়নিক দ্রব্য লাগলে স্যানিটাইজার ব্যবহারের আগে হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। অন্যথায় বিক্রিয়া ঘটে খারাপ কিছু ঘটার আশঙ্কা থাকে।
পণ্যটি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এতে অ্যালকোহল থাকে, যা শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যালকোহল থাকায় স্যানিটাইজার খুব দাহ্য হয়। তাই এর বোতল আগুনের পাশে রাখা যাবে না।