খোসায় খাসা ত্বক
শরীরের সুস্থতা রক্ষায় যে সবজী খাওয়া হচ্ছে তার খোসাটা দিয়ে রূপচর্চা সেরে নেওয়া যায়।
শসার খোসা
শসা দিয়ে এমনিতেই রূপচর্চা হয়। এর খোসাও ব্যবহার করা যায়। এটি নিয়মিত ঘষলে চোখের চারপাশের কালো দাগ সারবে। ব্রণ কমাতেও কাজ করে।
আলুর খোসা
মুখে ঘন ঘন ব্রণ বেরোয় যাদের তাদের জন্য পরামর্শ আলুর খোসা ঘষে নেওয়া। এতে ভিটামিন সি রয়েছে যা খুব তাড়াতাড়ি ব্রণ শুকিয়ে দেয়।
লাউয়ের খোসা
এটি মুখে ঘষে নিলেই আলাদা একটা জেল্লা তৈরি হয় ত্বকে। সপ্তাহে একবার নিয়মিত ব্যবহারেই টের পাওয়া যাবে সত্যতা।
করলা
করলা কাটার পর বোটার নিচের ছোট অংশটা ফেল না দিয়ে রসটা মুখে মাখিয়ে নিন। কালো দাগ ছোপ, ব্রণের দাগ- সব উঠে যাবে।
লেবুর খোসা
মুখে অবাঞ্চিত লোম দূর করতে এক টুকরো লেবু কেটে খোসা ছাড়িয়ে মুখে ঘষে নেয়া যেতে পারে। এতে থাকা ব্লিচিং এজেন্টে মুখের লোম ঢাকা পড়ে। কমে যাবে রোদে পুড়ে যাওয়া দাগও।
গাজরের খোসা
এটা ফেলে না দিয়ে বেটে পেস্ট করে নিন। এটি মুখের বলিরেখা বা সূক্ষ্মরেখার উপর মাখাতে হবে। মুখ উজ্জ্বল দেখাবে নিমিষে।