ঘর ঠান্ডা রাখার কৌশল
এখন শরতেও গ্রীষ্মের উষ্ণতা। আবহাওয়ায় গরম-ঠান্ডার পালাবদল। এসি না থাকলে ঘরের যে দিক দিয়ে বাতাস আসে, সেদিকের জানালা সব সময় খোলা রাখা যেতে পারে। মশার উপদ্রব থাকলে নেট লাগিয়ে নেওয়া যায়। ঘরের ভেতর সরাসরি দুপুরের রোদ যাতে না ঢোকে এজন্য সেদিকটায় কোনো প্রতিবন্ধক বা পর্দা দিয়ে বিকাল পর্যন্ত আটকে দেওয়া যেতে পারে। গরম কমাতে বিছানায় হালকা রঙের চাদর ব্যবহার করা উত্তম। তা সুতির হলে ভালো। ছায়া দিতে পারে এমন গাছ বাড়ির আশেপাশে পূর্ব-পশ্চিম সারিতে লাগাতে পারেন। তাছাড়া ঘরের চারপাশে ঘাসজাতীয় উদ্ভিদ থাকলে ঘর ঠান্ডা থাকে। সবচেয়ে ভালো হয় বাড়ির ছাদটি যদি সাদা রঙের হয়। এই রঙ তাপ শোষণ করে না। তাই বাড়ি শীতল থাকে। এসবের পাশাপাশি ঘরে এয়ারকন্ডিশন তৈরি করা যেতে পারে। একবাটি বরফ নিয়ে ফ্যানের সামনে বা নিচে রেখে দিতে হবে। বরফ গলতে শুরু করলে বাতাস ঠান্ডা পানি শোষণ করে ঘরে ছড়িয়ে দেবে। এতে ঘর আরামদায়ক হবে।