হ্যান্ড পেইন্ট শাড়ির যত্ন
একটি শাড়ি যুগের পর যুগ ধরে অক্ষত থাকে। কিন্তু সেটির জন্য চাই যত্ন। হাতে রঙ করা শাড়িগুলো এক্ষেত্রে একটু বাড়তি যত্নের দাবিদার। পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে এ ধরনের শাড়ির ভাঁজে ভাঁজে রাখা যেতে পারে নিমপাতা। পাতাগুলো শুকিয়ে নিতে হবে। এতে ব্যাকটেরিয়ার কবল থেকেও বাঁচবে শাড়ি। হাতে রঙ করা শাড়িতে কড়া রোদ সয় না। তাই শুকাতে হবে হালকা রোদে। এই শাড়ি বারবার না ধোয়াই ভালো। ধোয়ার ক্ষেত্রে ক্ষারযুক্ত লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। হাতে রঙ করা শাড়ির উপর সরাসরি ইস্ত্রী চালানো যাবে না। শাড়ির উপর পাতলা কাপড় রেখে ইস্ত্রী করা যেতে পারে। এ ধরনের শাড়ি কেনার পরপরই কদিন হালকা রোদে শুকিয়ে নিতে হবে। ব্যবহারের পর শাড়িটি বাতাসে না শুকানো পর্যন্ত ভাঁজ না করাই ভালো। এ বিষয়গুলো মেনে চললে হ্যান্ড পেইন্ট শাড়ি দীর্ঘকাল সুরক্ষিত থাকবে।