পরিবেশ ও স্বাস্থ্যবান্ধব মাটির ফিল্টার
মাটির কলস প্রায় হারিয়েই যেতে বসেছে। অথচ তাতে পানি রাখলে কতটা ঠান্ডা থাকত, তা আমাদের পূর্বপুরুষেরা বেশ ভালোভাবেই জানত। তবে পৃথিবীতে অনেক জিনিসই ফিরে ফিরে আসে। আসে নতুন রূপে। সেই মাটির কলসই ফিরে এসেছে ফিল্টার হয়ে। বাজারে ৮শ থেকে ১২শ টাকার মধ্যেই মেলে ফিল্টারগুলো।
মাটির ফিল্টারে পানি রাখার উপকারিতা অনেক। পাত্রটি নিজেই একটি ফিল্টার হিসেবে কাজ করে। তা ব্যাকটেরিয়া শোষে। পাত্রটি পরিবেশ বান্ধব। প্লাস্টিক ফিল্টারের তুলনায় এটিতে পানি বেশি ঠান্ডা থাকে। মাটি খনিজ উপাদান এবং ইলেক্ট্রম্যাগনেটিক শক্তিতে পূর্ণ। ফলে মাটির ফিল্টারের পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এতে পানি টেস্টরন ব্যালেন্স করার ক্ষমতা আছে। এর ফলে শরীরের মেটবলিজম বাড়ে না।
যত্ন সহকারে ব্যবহার করলে একটি মাটির ফিল্টার অনেকদিন পর্যন্ত টেকে।