এসি বিস্ফোরণের কারণসমূহ
যাপিত জীবনে স্বাচ্ছন্দ্য আনতে এসি কেনা। কিন্তু নিজেদের অসচেতনতার কারণে সেটিই ঘয়ে উঠতে পারে প্রাণঘাতী। জেনে নেওয়া যাক এসি বিস্ফোরণের কিছু কারণ।
কয়েল কনডেনসারে ময়লা জমলে এসি সিস্টেম থেকে পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না। শীতলীকরণের জন্য তখন যন্ত্রটি ক্রমাগত চলতে বাধ্য হয়। ফলে অতিরিক্ত চাপ ও তাপে কমপ্রেসার বিস্ফোরিত হতে পারে। এসির রেফ্রিজারেন্ট লাইনগুলো আটকে গেলেও চাপ ও তাপ বৃদ্ধি পেয়ে কমপ্রেসার বিস্ফোরণ ঘটতে পারে। ভেতরের পাইপের কোথাও ব্লক হলে এসির ভেতর হাই প্রেসার তৈরি হয়। ফলে ঘটতে পারে দুর্ঘটনা। কমপ্রেসারের ক্ষমতার চেয়ে বেশি রেফ্রিজারেন্ট চার্জ করার ফলে এসিতে ঘটতে পারে ভয়াবহ বিস্ফোরণ। অনেক সময় বৈদ্যুতিক সমস্যার কারণে এসিতে অ্যাসিড তৈরি হতে পারে। যা যন্ত্রের অন্যান্য অংশের ক্ষতি করে। এর ফলে বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়। ভালো ক্যাবল ব্যবহার না করলে যে কোনো এসি থেকে ঘটতে পারে দুর্ঘটনা। এসব দুর্ঘটনা এড়াতে নিয়মিত কিংবা বছরে অন্তত দুবার এসিটি পরীক্ষা করে নিলে দুর্ঘটনার আশঙ্কা কমতে পারে।