শীতকালে বেশি বিয়ে হওয়ার কারণ
আমাদের দেশে শীতকাল মানেই যেন বিয়ের ঋতু। সামাজিক গণমাধ্যমগুলো ভরে ওঠে বিয়ের ছবিতে। কমিউনিটি সেন্টারগুলো একদিনও খালি থাকে না। মহল্লার ছাদে-ছাদেও বিয়ের আয়োজনের কমতি নেই। কিন্তু শীতকালেই কেন? এর অনেক কারণ আছে। যেমন, এই ঋতুতে সাধারণত বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়। স্কুল বন্ধ থাকে। ফলে বড়দের ওপর থেকে বাচ্চাদের স্কুলের দায়িত্ব পালনের চাপ থাকে না। তখন বেড়াতে যাওয়া সম্ভব হয়। মানে বাবা মায়েরা কিছুটা ফ্রী থাকেন। তাই মেহমানদারী করার জন্য এ সময়টা উপযুক্ত। আবার বিয়ে মানেই খাওয়া দাওয়া। গরমের দিনে গুরুপাক খেলে অনেক অস্বস্তিতে পড়তে হয়। পেটও খারাপ হতে পারে, শীতকালে এই সমস্যা হওয়ার আশঙ্কা কম থাকে। তা ছাড়া এ ঋতুতে খাবার মেনুতে পিঠাপুলি যুক্ত করা যায়। আরেকটি কারণ হচ্ছে খাটুনি। যারা বিয়ের আয়োজন করে, তাদের পরিশ্রম অনেক। গরমের দিনে এই ভারি কাজ করতে গেলে অল্পতেই ক্লান্ত হয়ে যেতে হয়। তাই শীতকালই ভালো। বিয়ে মানেই তো ফুলের ছড়াছড়ি। শীতকালে ফুল সহজলভ্য। তা ছাড়া কনেকে ভালো করে সাজানোর জন্য এবং মেকআপ করার জন্য শীতকালটাই ভালো। গরমে তো ঘেমে নেয়ে একাকার হয়ে যেতে হয়। সবচেয়ে বড়কথা হলো হানিমুন। এমনিতেই শীতকাল হলো ঘোরাঘুরির সময়। তাই হানিমুনের জন্যেও এ ঋতু বেশ উপযোগী।