আলফা ভার্সাস বেটা
দুটোই হাইড্রোক্সি অ্যাসিড। কিন্তু নামে যেমন ভিন্ন, কার্যকারিতাতেও আলাদা।
আলফা হাইড্রোক্সি অ্যাসিড
১. পানিতে দ্রবণীয়
২. ত্বকের উপরিভাগের অংশে কাজ করে, ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে
৩. বিভিন্ন ধরনের আলফা হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে এর মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড ত্বক চর্চায় বহুল ব্যবহৃত
৪. ত্বকের প্রদাহজনিত অ্যাকনে সারাতে সাহায্য করে
৫. ত্বককে আর্দ্র রাখার বৈশিষ্ট সম্পন্ন
৬. শুষ্ক ত্বকের জন্য দারুন
বেটা হাইড্রোক্সি অ্যাসিড
১. তেলে দ্রবণীয়
২. ত্বকের লোমকূপগুলোর ভেতর পর্যন্ত পৌঁছে যেতে পারে। ভেতর থেকে দূষণ দূর করতে সাহায্য করে
৩. বেটা হাইড্রোক্সি অ্যাসিড এক ধরনের ফর্মেরই হয়, যা স্যালিসাইলিক অ্যাসিড নামে পরিচিত
৪. ব্ল্যাকহেড প্রতিরোধে সহায়ক। অপ্রদাহজনক ব্রণও সারায়
৫. এটি প্রদাহ সারানোর বৈশিষ্ট সম্পন্ন
৬. তেলে ত্বকের জন্য কার্যকর