পিয়ারসিং করালে কমতে পারে মাইগ্রেন
মাইগ্রেন হটতে কত কিছু না করা হয়। কিন্তু এবার বিশেষজ্ঞরা দাবি করেছেন পিয়ারসিং করলেই মাইগ্রেন থেকে মিলবে মুক্তি। মানে এখন কান ফোঁড়ানো কেবল সজ্জার অংশই নয়, চিকিৎসাও বটে। কানের নির্দিষ্ট জায়গায় ফোঁড়ালে মাইগ্রেনের ব্যথা কমবে। কানের মূলত তিনটি অংশ বহিঃকর্ণ,মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। মাইগ্রেন থেকে রেহাই পেতে পিয়ারসিং করাতে হবে বহিঃকর্ণে। কানের এই অংশে অনেক ভাঁজ থাকে। একেবারে সম্মুখভাগে তরুণাস্থি দিয়ে তৈরি একটি অংশ আছে, জাকে হেলিক্স বলা হয়। এই হেলিক্সের দুটি ভাগ।একটি কর্ণছত্রের ঠিক ভেতরের ভাঁজ, অন্যটি ইয়ার চ্যানেলের উপরে। কানের একটি অংশ ভেতরে গিয়ে মাথার উপরিঅংশ স্পর্শ করে। তরুণাস্থি দিয়ে তৈরি ঐ হেলিক্সকে বলে ক্রাক্স অব হেলিক্স। এই অংশ মগজে গিয়ে মেলে। বিশেষজ্ঞদের দাবী, সেখানে ছিদ্র করলে মাথাব্যথা কমতে পারে। একে বলে ডাথ পিয়ারসিং। যদিও তাদের এমন দাবীর উপযুক্ত প্রমাণ এখনো তারা দিতে পারেননি। তবে মাইগ্রেনের রোগীদের ওপর এই পদ্ধতি প্রয়োগ করে উপকার মিলেছে বলে দাবী করেছে তারা।