চশমা চোখের চর্চায়
দীর্ঘদিন ধরে চশমা পরছেন? নাকের দু’পাশে আর উপরে বিশ্রী দাগ বসে গেছে নিশ্চয়ই। মেকআপে তা ঢাকা পরছে হয়তো কিছুক্ষণের জন্য, কিন্তু দাগ সারাইয়ের স্থায়ী সমাধানও তো দরকার।
শসার রস
পরের বার শসা খাওয়ার সময় দু’ একটা টুকরা সরিয়ে রাখুন। কারণ এর রস চশমার এটে বসা কালো দাগ তুলে দিতে পারে। রসটা চিপে নিয়ে লাগান বা টুকরোগুলো দাগের উপর ঘষুণ, ফল পাবেন দু ভাবেই। তবে রোজ লাগাতে হবে।
লেবুর রস
ব্লিচিং এজেন্ট হিসেবে খুব ভালো। তুলায় করে চশমার দাগের উপর ঘষুণ। মিনিট দশেক রেখে ধুয়ে নিন। লেবুর রসে সামান্য মধু মেশানো যেতে পারে। তবে রোজ মাখাতে হবে দাগের উপর।
আলুর রস
কড়া দাগ সারাতে জাদুকরি। মৃতকোষ সরিয়ে ত্বকের জেল্লা বাড়াতেও দারুন। ছোট আলু কুরিয়ে নিন। চিপে রসটা বের করে চশমার দাগের উপর লাগান। ১০ থেকে ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। তফাৎটা সঙ্গে সঙ্গেই টের পাওয়া যাবে।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরার পাতা কেটে ভেতরের জেল দাগের উপর মাখিয়ে রাখুন সারা রাত। সকালে পানিতে ধুয়ে নিন। মাস খানেকের মধ্যেই মিলবে ফল।