অ্যাকসেসরিজ বাছাইয়ে অপটু?
চটজলদি স্টাইলিংয়ে অ্যাকসেসরিজ হয়ে উঠতে পারে অন্যতম হাতিয়ার। কিছু সহজ কৌশল জেনে নেওয়া চাই শুধু।
❙ নেকলেস বা গলার গয়না বাছাইয়ের ক্ষেত্রে গলার গড়নটা বুঝে নিলে কাজ অনেক সহজ হয়ে যায়। যাদের গলার কাছটা ভরাটা বা একটু লম্বা তাদের জন্য গলার সঙ্গে আটকে থাকা নেকলেস বা হাঁসুলি মানানসই। এক্ষেত্রে চোকার স্টাইল চমৎকার দেখায়। যাদের গলার দৈর্ঘ্য কম তারা বেছে নিন একটু লম্বা ঝুলের অলঙ্কার।
❙ নিরাপত্তা আর অতিরিক্ত দাম- এ দুই কারণেই সনাতন সোনার গয়নার চল আগের চেপে অনেক কম। বেড়েছে রূপা, ঝুটো মুক্তা অক্সিডাইজড অলংকারের ব্যবহার। এগুলোর দাম কম, মানিয়েও যায় নানা ধরনের পোশাকের সঙ্গে। শুধু ত্বক স্পর্শকাতর হলে একটু সাবধান। সস্তা ধাতু থেকে কনট্যাস্ট ডার্মাটাইটিস হতে পারে।
❙ ভারী নেকলেস পরলে আর কোনো গয়নার দরকার হয় না। চুল বেধে রাখলে কানে পাশা বা টপ পরা যেতে পারে। চুল খুলে রাখার প্ল্যান থাকলে দুল বাদ দিন। পরুন আংটি। দেখতে ভাল লাগবে বড় ককটেল রিং। অথবা ডান হাত পুরো খালি রেখে বাম হাতে এক গোছা চুড়ি পরলেও দারুন দেখাবে।
❙ এথনিক, ইন্দো ওয়েস্টার্ন সব ধরনের পোশাকের সঙ্গেই ভালো মানায় অক্সিডাইজড গয়না। এমনকি স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষার প্ল্যানে প্যান্টস্যুটের সঙ্গেও মন্দ যায় না।